
প্রতিনিধি 11 January 2026 , 4:51:40 প্রিন্ট সংস্করণ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, গণভোটে সরকার ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট চাইতে পারে। এতে আইনগত কোনো বাধা নেই। রোববার (১১ জানুয়ারি) ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইয়ার ইয়াবস প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে এলে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেছেন, দেশের শীর্ষ অইনজ্ঞরা এর পক্ষে মতামত দিয়েছেন। পরে এ বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব বলেন, অনেক দেশ পর্যবেক্ষক না পাঠালেও বাংলাদেশের আগামী নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন। কারণ আগামী নির্বাচনকে খুবই গুরুত্বের সঙ্গে দেখছে ইইউ।
এ ছাড়াও তিনি বলেন, নির্বাচনের আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো। আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল এখন অনেক চাঙা। তফসিল ঘোষণার পর কিছু ঘটনা ঘটলেও অপরাধীদের আটক করা হয়েছে। অপরদিকে, নির্বাচনে সকল দলের জন্যই নিশ্চিত করা হয়েছে লেভেল প্লেইং ফিল্ড।