
প্রতিনিধি 2 January 2026 , 6:17:33 প্রিন্ট সংস্করণ

রাজধানীর কাপ্তানবাজার এলাকা থেকে ২ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক ওই ব্যক্তির নাম সঞ্চয় দে (৩৮)। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

জানা গেছে, বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন কাপ্তানবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকালে তার হেফাজত হতে একটি মোবাইল ফোন জব্দ করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান শুক্রবার এসব তথ্য নিশ্চিত করেছেন।
ডিবি সূত্র জানায়, আটককৃত সঞ্চয় দে একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রি করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
সুত্র-ঢাকা, ২ জানুয়ারি-২০২৬, বাসস।