• রাজনীতি

    দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানালেন তারেক রহমান

      প্রতিনিধি 31 December 2025 , 11:54:42 প্রিন্ট সংস্করণ

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি- সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    দেশবাসীকে ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, নববর্ষ শুধু একটি উৎসব নয়, এটি সংস্কৃতি, ঐতিহ্য ও চেতনার প্রতিচ্ছবি। ‘ইংরেজি নববর্ষ’ উপলক্ষে দেশ-বিদেশের সকলের অনাবিল আনন্দ, শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেছেন তিনি।

    বুধবার (৩১ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাণীতে তারেক রহমান বলেন, ‘ইংরেজী নববর্ষ উপলক্ষে আমি দেশবাসী ও বিশ্ববাসী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তাদের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি।

    নববর্ষে মানুষ পুরোনো ভুল পরিহার করে নতুন সংকল্প নেয়, সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য। এটি অতীতকে বিদায় জানিয়ে নতুন করে শুরু করার এবং আশা ও উদ্দীপনার সাথে ভবিষত্যের দিকে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয়। এটি বিশ্বজুড়ে মানুষের মধ্যে নতুন আশা, আনন্দ এবং ঐক্যের বার্তা নিয়ে আসে।’

    বিজ্ঞাপন

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘অতীতের সফলতা ও ব্যর্থতার অভিজ্ঞতায় নতুন করে দৃপ্ত পায়ে এগিয়ে যেতে শুরু করে। আমাদের প্রত্যয় একটি আধুনিক বাংলাদেশ নির্মাণ করা, যেখানে মানুষের বাক-ব্যক্তি ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত থাকবে। ব্যক্তিস্বাধীনতার গ্যারান্টি থাকবে, মানবিক সাম্য, সামাজিক ন্যায়বিচার এবং দুর্নীতি ও শোষণমুক্ত রাষ্ট্রসমাজ নির্মাণই হবে আমাদের নববর্ষের অঙ্গিকার।’

    তিনি বলেন, ‘আমাদেরকে এখনও হয়তো আরও কষ্টকর পথ অতিক্রম করতে হবে, বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য। রাষ্ট্র ও সমাজে গণতন্ত্রের চর্চা এবং বিকাশ সাধনে আমাদেরকে আরও বেশী তৎপর হতে হবে। আর কোনভাবেই যাতে নিষ্ঠুর ফ্যাসিবাদের উত্থান না হয় সেজন্য আমাদের মজবুত গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে।’

    তিনি আরও বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্যই হচ্ছে জনগণের প্রত্যাশা পূরণ ও সার্বিক কল্যাণ সাধন করা। নতুন বছরে এই হোক আমাদের অঙ্গীকার। নতুন বছরটি হয়ে উঠুক আনন্দময়, আমি এই কামনা করি।’

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:28 AM আজ বৃহস্পতিবার থেকে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা 11:56 PM জকসু নির্বাচন: ভিপি, জিএস ও এজিএস পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থীর জয় 10:57 PM রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা 8:17 PM জকসু নির্বাচন: গণনায় নাটকীয় মোড়, ভিপি পদে ৮০ ভোটে এগিয়ে ছাত্রশিবির 7:44 PM নিজ দেশের নাগরিকদের হত্যা করে গণকবর-সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না: প্রধান উপদেষ্টা 7:05 PM উত্তরবঙ্গের ৯ জেলায় সফরে যাচ্ছেন তারেক রহমান 6:52 PM খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘ মহাসচিবের আনুষ্ঠানিক শোক প্রকাশ 6:30 PM ১১ দিন কারাগারে অমানুষিক নির্যাতনের অভিযোগ-জুলাইযোদ্ধা সুরভীর 6:02 PM ওসমান হাদি হত্যা: প্রধান অভিযুক্ত ফয়সালের ৬৫ লাখ টাকা ফ্রিজ 5:55 PM আসামিদের নামাজ পড়তে হাজতখানায় জায়নামাজ দিলেন ঢাকার সিজিএম