• খেলা

    বিপিএল: রাজশাহী ওয়ারিয়র্সকে প্রথম হারের স্বাদ দিল ঢাকা ক্যাপিটালস

      প্রতিনিধি 27 December 2025 , 5:53:12 প্রিন্ট সংস্করণ

    বিপিএল: রাজশাহী ওয়ারিয়র্সকে প্রথম হারের স্বাদ দিল ঢাকা ক্যাপিটালস। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    উদ্বোধনী ম্যাচ জিতে উড়তে থাকা রাজশাহী ওয়ারিয়র্সকে প্রথম হারের স্বাদ দিল ঢাকা ক্যাপিটালস। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এর আগে শুরুতে টস জিতে রাজশাহীকে ব্যাট করার আমন্ত্রণ জানান ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। শনিবার প্রথম ম্যাচে রাজশাহীকে ৫ উইকেটে হারিয়ে শুভসূচনা করল রাজধানীর দলটি।

    ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি রাজশাহী ওয়ারিয়র্সের। ইনিংসের প্রথম বলেই গোল্ডেন ডাক খেয়ে সাজঘরের পথ ধরেন ওপেনার সাহিবজাদা ফারহান। শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে মাত্র ১৩২ রান করে রাজশাহী। জবাবে ৭ বল ও ৫ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত হয় ঢাকার। মাত্র ১৬ রানের খরচায় ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হন ইমাদ ওয়াসিম।

    বিজ্ঞাপন

    সহজ টার্গেটে ব্যাট করতে নেমেও শুরুটা ভালো হয়নি ঢাকার। ইনিংসের দ্বিতীয় ওভারেই সাজঘরের পথ ধরেন সাইফ হাসান। ৪ বলে মাত্র ১ রান করেন তিনি। আরেক ওপেনার উসমান খান আউট হওয়ার আগে করেন ১৫ বলে ১৪ রান। আর মাত্র ১২ রান আসে দলনেতা মোহাম্মদ মিঠুনের ব্যাট থেকে। টপঅর্ডার ব্যাটারদের মধ্যে সবচেয়ে ভালো ইনিংসটি খেলেন আব্দুল্লাহ আল মামুন। মূলত দলের হয়ে সর্বোচ্চ রানের ইনিংসটিই খেলেন তিনি। আউট হওয়ার আগে করেন ৩৮ বলে ৪৫ রান। আর নাসির হোসেন করেন ১৯ রান।

    শেষদিকে নেমেই ঝোড়ো ব্যাটিং উপহার দেন সাব্বির রহমান রুম্মন। শামিম হোসেন পাটোয়ারিকে সঙ্গে নিয়ে জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন তিনি। ১৩ বলে ১৭ রানে শামীম ও ১০ বলে ২১ রানে সাব্বির অপরাজিত থাকেন। রাজশাহীর হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন মোহম্মদ নেওয়াজ। একটি করে উইকেট নেন তানজিম হাসান সাকিব ও সন্দীপ লামিচানে।

    পরের উইকেটে নামা দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়ে শুরুর চাপ সামলেই নিয়েছিলেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম। কিন্তু জুটিটা বড় করা হয়নি। ২০ রান করে থামেন তানজিদ। আর আগের ম্যাচের সেঞ্চুরিয়ান শান্তর ব্যাট থেকে এসেছে ৩৭ রান। এছাড়া মোহাম্মদ নেওয়াজ ২৬ ও মুশফিকুর রহিম ২৪ রান করেন।

    অপর ব্যাটারদের কেউই বিশের কোটা পূরণ করতে পারেননি। লো-অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় শেষ পাঁচ ওভারে এসেছে মাত্র ২৬ রান। তাতেই অল্প রানেই থেমে যায় রাজশাহীর ইনিংস। ঢাকা ক্যাপিটালসের হয়ে সর্বোচ্চ ৩ টি উইকেট নেন ইমাদ ওয়াসিম। ৪ ওভার বল করে মাত্র ১৬ রান দেন তিনি। এ ছাড়া দুটি উইকেট নেন নাসির হোসেন। আর একটি করে উইকেটের দেখা পেয়েছেন ৩ জন বোলার।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    9:56 PM ঢাকাকে হারিয়ে টেবিলের শীর্ষে উঠলো রাজশাহী 9:52 PM দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম স্বর্ণের, ভরি ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকা 9:00 PM ক্রীড়া উপদেষ্টার বক্তব্য আইসিসির আনুষ্ঠানিক কোনো জবাব নয়: বিসিবি 8:36 PM এমন একটি দেশে ফিরে আসতে পেরে আমি ও আমার স্ত্রী আনন্দিত: ব্রেন্ট ক্রিস্টেনসেন 8:09 PM নির্বাচন ডাকাতি আর যেন না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা 7:48 PM বিতর্কিত তিন নির্বাচন নিয়ে তদন্ত কমিশনের প্রতিবেদন জমা 7:27 PM ইরানে সরকারের পক্ষে রাজপথে লাখো মানুষের ঢল 7:09 PM দুদকে তদন্তকাজের গতিশীলতায় ১৫ বিশেষ টিম গঠন 6:41 PM মুস্তাফিজকে বাদ দেয়াসহ আইসিসির ৩ সুপারিশ 6:38 PM চার দেশের বাংলাদেশ মিশনের প্রেস সচিবকে দেশে ফিরে আসার নির্দেশ