• বিনোদন

    ফরিদপুরে জেমসের কনসার্টে হামলা-ভাঙচুর

      প্রতিনিধি 27 December 2025 , 10:54:03 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ফরিদপুরে ব্যান্ড তারকা জেমসের একটি কনসার্টে বহিরাগতদের হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৩০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

    ফরিদপুর জেলা স্কুলের ১৮৫ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার জেলা স্কুল চত্বরে কনসার্ট আয়োজন করা হয়। রাত ৯টার দিকে হামলার পর এ ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে অনুষ্ঠানটি বাতিল করা হয়।

    জানা গেছে, অনুষ্ঠান শুরুর আগমুহূর্তে বহিরাগত কয়েকজন ব্যক্তি অনুষ্ঠানস্থলে প্রবেশের চেষ্টা করলে আয়োজক কমিটি ও স্বেচ্ছাসেবকরা তাদের বাধা দেন। এতে ক্ষুব্ধ হয়ে তারা ইট-পাটকেল নিক্ষেপ করে মঞ্চ দখলের চেষ্টা চালায়।

    তবে ইটের আঘাতে কমপক্ষে ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

    বিজ্ঞাপন

    আয়োজক কমিটির আহ্বায়ক মুস্তাফিজুর রহমান শামীম বলেন, পরিস্থিতি বিবেচনায় ফরিদপুর জেলা প্রশাসকের নির্দেশে জেমসের অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তাই আমাদের প্রধান বিবেচ্য ছিল।

    বর্ষপূর্তি অনুষ্ঠান বাস্তবায়ন ও মিডিয়া উপকমিটির আহ্বায়ক রাজীবুল হাসান খান বলেন, জেমসের কনসার্ট সফল করতে আমাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন ছিল। কিন্তু হঠাৎ কেন, কী কারণে এবং কারা হামলা চালালো এখনও তা স্পষ্ট নয়। বহিরাগতদের এই হামলায় আমাদের শিক্ষার্থীরা আহত হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।

    ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন আয়োজক ও শিক্ষার্থীরা।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    8:02 PM সিলেটে মাজার জিয়ারত করে, নির্বাচনী প্রচারণায় নামবেন তারেক রহমান 7:51 PM ভোটে ‘হ্যাঁ’ বিজয়ী করতে, সারাদেশে ‘অ্যাম্বাসেডর’ দিবে এনসিপি 7:35 PM তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ 6:51 PM বাড়িতেই তৈরি করুন-মিঠাই ভরা ভাপা পিঠা 6:41 PM বিমান বাংলাদেশে চাকরি, নিয়োগ করবে ৫৭ জন 6:29 PM বগুড়ায় নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক ২ দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত 6:19 PM কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষ ও গোলাগুলিতে নিহত ১ 5:40 PM রামপুরায় মানবতাবিরোধী অপরাধ: সাফাই সাক্ষ্য ১৩ জানুয়ারি 5:32 PM পাবনা-১ ও ২ আসনে নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত ইসি’র 5:23 PM প্রথম দিনের আপিল শুনানি: ৫২ জনের মনোনয়ন বৈধ করেছে ইসি