• খেলা

    বিপিএলে একই দলের হয়ে খেলবেন বাবা-ছেলে

      প্রতিনিধি 24 December 2025 , 3:29:41 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    পুরুষদের ঘরোয়া ক্রিকেটে বাবা-ছেলের একসঙ্গে বা একে অপরের বিপক্ষে খেলার দৃশ্য অবশ্য আগেও দেখা গেছে। ওয়েস্ট ইন্ডিজের সাবেক ব্যাটার শিবনারায়ণ চন্দরপল ও তার ছেলে তেজনারায়ণ চন্দরপল গায়ানার হয়ে ১১টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। ২০১৪ সালে উইন্ডওয়ার্ড আইল্যান্ডসের বিপক্ষে একটি ম্যাচে বাবার অধিনায়কত্বেও খেলেছিলেন তেজনারায়ণ।

    সাম্প্রতিক সময়ে আফগানিস্তানের শপাগিজা ক্রিকেট লিগের ফাইনালে বাবা ও ছেলেকে পরস্পরের মুখোমুখি হতে দেখা গেছে। গত জুলাইতে অনুষ্ঠিত ম্যাচে অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবী ছিলেন আইনাক নাইটসে। তার ছেলে হাসান ইশাখিল খেলেন আমো শার্কসের হয়ে। বাবার দলের বিপক্ষে ৮ উইকেটে জিতে চ্যাম্পিয়ন হয়েছিল ইশাখিলের শার্কস।

    ১৯ বছর বয়সী ওপেনার হাসান ২০২৪ সালে আফগানিস্তানের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলেছেন। পরবর্তীতে ওয়ানডে ফরম্যাট থেকে এখনই অবসর না নেয়ার ব্যাখ্যায় মোহাম্মদ নবি। সেটি কিছুটা কঠিন মনে হলেও, বিপিএলে নবির সেই লক্ষ্যের কিছুটা পূরণ হতে পারে। কারণ নবি ও তার ছেলেকে স্কোয়াডে নিয়েছে বিপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস।

    বিজ্ঞাপন

    মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অফিশিয়াল ফেসবুকে পেইজে দেয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছে নোয়াখালী এক্সপ্রেস। প্রথমবার বিপিএলে অংশ নিতে যাওয়া ফ্র্যাঞ্চাইজিটি নবি ও হাসান ইসাখিলের একটি ছবি দিয়ে ক্যাপশনে লিখেছে, ‘বাপে-হোলায় নোয়াখালী চলি আইছেরে…এক্সপ্রেস স্কোয়াডে স্বাগতম হাসান ইসাখিল।’

    এখনও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক না হওয়া হাসান ইসাখিল প্রথমবার বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে যাচ্ছেন। এখন পর্যন্ত তিনি ৩০টি টি-টোয়েন্টিতে ৭৩৪ রান করেছেন ২৭ গড় এবং ১২৪ স্ট্রাইকরেটে। এ ছাড়া প্রথম শ্রেণিতে ৪ এবং লিস্ট এ শ্রেণির ৫টি ম্যাচ খেলেছেন হাসান। যেখানে ডানহাতি এই ব্যাটার যথাক্রমে ৪৭ এবং প্রায় ৫০ গড়ে রান করেছেন।

    এদিকে, বিপিএল নিলামের দিন চারেক পর ৪০ বছর বয়সী তারকা মোহাম্মদ নবিকে দলে ভেড়ানোর কথা জানায় নোয়াখালী। বয়সের অঙ্কটা ছুটতে থাকলেও, পারফরম্যান্সে তার ছাপ পড়তে দেন না এই আফগান তারকা। তাই তো বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে তার এখনও চাহিদা রয়েছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২৬ ডিসেম্বর বিপিএলের পর্দা উঠবে। সেদিন চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএল অভিযান শুরু করবে নোয়াখালী এক্সপ্রেস।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    2:21 PM ভারতসহ ৩ দেশের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাবে সম্মতি ট্রাম্পের 2:13 PM এলপি গ্যাস আমদানি ও দেশীয় উৎপাদনে ভ্যাট কমালো সরকার 1:55 PM জন্মের ২ মাস পর ছেলের নাম প্রকাশ করলেন ক্যাটরিনা 1:14 PM সুন্দরবনে পর্যটক অপহরণের মূল হোতা মাসুম মৃধা অস্ত্রসহ গ্রেপ্তার 1:00 PM বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যেতে কত জামানত লাগবে 12:49 PM স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যার ঘটনা বিচ্ছিন্ন: সালাউদ্দিন আহমেদ 12:44 PM স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় থানায় মামলা 12:25 PM জাজিরায় ককটেল বিস্ফোরণে যুবক নিহত 12:17 PM ইংল্যান্ডের বিপক্ষে ৫ম ও শেষ অ্যাশেজ টেস্টে অস্ট্রেলিয়া ৫ উইকেটে জয়লাভ 12:11 PM মোহামেডানের অন্তঃপ্রাণ সমর্থক আতা আর নেই