• খেলা

    সর্বকালের সেরা সম্মাননা ক্রিশ্চিয়ানো রোনালদো’র!

      প্রতিনিধি 15 September 2025 , 7:39:14 প্রিন্ট সংস্করণ

    - পর্তুগালে অনুষ্ঠিত তৃতীয় 'লিগা পর্তুগাল অ্যাওয়ার্ডস'-এ ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    পর্তুগালে অনুষ্ঠিত তৃতীয় ‘লিগা পর্তুগাল অ্যাওয়ার্ডস’-এ ক্রিশ্চিয়ানো রোনালদোকে সম্প্রতি ‘সর্বকালের সেরা’ ফুটবলার হিসেবে সম্মান জানানো হয়েছে। এই স্বীকৃতি আবারও মেসি-রোনালদোর প্রতিদ্বন্দ্বিতাকে সামনে নিয়ে এসেছে এবং ফুটবলের ইতিহাসে রোনাল্ডোর অবস্থানকে আরও দৃঢ় করেছে। তবে ক্রিশ্চিয়ানো রোনালদোর এবং লিওনেল মেসির মধ্যে কে সেরা, এই বিতর্ক ফুটবলের ইতিহাসে এক অবিচ্ছেদ্য অংশ। বছরের পর বছর ধরে চলা এই লড়াইয়ে এবার নতুন করে মাত্রা যোগ হয়েছে।

    সম্মাননা প্রদান অনুষ্ঠানে এ বিষয়ে লিগা পর্তুগাল জানায়, ‘ক্রিশ্চিয়ানো রোনালদোকে শুধু কথায় বর্ণনা করা সম্ভব নয়। তার ক্যারিয়ার, পরিসংখ্যান এবং অর্জিত ট্রফিগুলোই তার শ্রেষ্ঠত্বের প্রমাণ। দুই দশকেরও বেশি সময় ধরে তিনি সাফল্যের চূড়ায় রয়েছেন, এবং তার এই যাত্রা এখনও চলছে। এক অনিবার্য ক্রীড়া আইকন এবং কোটি মানুষের অনুপ্রেরণা, তিনি একটি প্রজন্মকে প্রভাবিত করেছেন এবং বিশ্ব ফুটবলে এক অমর ছাপ রেখে যাবেন’।
    তার কঠোর পরিশ্রম, প্রতিযোগিতামূলক মনোভাব এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নেয়ার ক্ষমতার জন্য এই সম্মাননা দেয়া হয়েছে’।

    বিজ্ঞাপন

    তবে, বেশিরভাগ মনোযোগ পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোর দিকে গিয়েছিল। ৪০ বছর বয়সী এই স্ট্রাইকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না কিন্তু পুরস্কার গ্রহণের জন্য একটি ভিডিও বার্তা পাঠিয়েছিলেন। তিনি বলেন ‘আমি আমার সমস্ত সতীর্থদের প্রতি কৃতজ্ঞ যারা আমার ক্যারিয়ার জুড়ে এই দুর্দান্ত ট্রফি জিততে আমাকে সাহায্য করেছেন। আমি সমস্ত কোচ এবং আরও উন্নত হওয়ার এই যাত্রায় আমাকে সাহায্য করেছেন এমন সকলকে ধন্যবাদ জানাতে চাই’।

    রোনালদোর এই স্বীকৃতির পর, ফুটবলের আরেক মহাতারকা মেসি নিজেও তাদের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে মন্তব্য করেন। স্প্যানিশ পত্রিকা ‘মার্কা’কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমাদের জন্য এটি একটি চমৎকার সময় ছিল। আমরা দুজনেই প্রচণ্ড প্রতিযোগিতামূলক ছিলাম। আমাদের পারস্পরিক অনুপ্রেরণাই আমাদের এগিয়ে নিয়ে গেছে। সে সবকিছু জিততে চেয়েছিল। দীর্ঘ সময় ধরে আমরা দুজনেই শীর্ষে থাকতে পেরেছি, যা সহজ নয়’।

    উল্লেখ্য, ২০২৪-২০২৫ মৌসুমে, রোনালদো পর্তুগালকে উয়েফা নেশনস লিগ জিততে সাহায্য করেছিলেন, ডেনমার্কের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে, জার্মানির বিরুদ্ধে সেমিফাইনালে এবং স্পেনের বিরুদ্ধে ফাইনালে গোল করেছিলেন। রোনালদোর সর্বকালের সর্বোচ্চ গোলের রেকর্ডও রয়েছে, ১,২৮৬ ম্যাচে ৯৪৩ গোল করেছেন। তিনি এখন ১,০০০ ক্যারিয়ার গোলের মাইলফলক স্পর্শ করতে মাত্র ৫৭ গোল দূরে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:38 PM বাঁধাকপি দিয়ে গরুর মাংস রান্নার রেসিপি 6:37 PM জকসু নির্বাচনে ভোটার উপস্থিতি ৬৫ শতাংশ, গণনা চলছে 6:31 PM বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা নেই: জাতিসংঘ 5:39 PM বাংলাদেশের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন আফ্রিদি 5:39 PM ঢাকা ১৭ আসনের কর্মীদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় 5:27 PM জকসুর ভোটগ্রহণ শেষ, শিক্ষার্থীদের ক্যাম্পাস ত্যাগের নির্দেশ 5:24 PM জাতীয় পার্টির পুনর্বাসন চাই না: ইসিকে আসিফ মাহমুদ 5:09 PM ‘ওয়ার্ড কাউন্সিলর বাপ্পীর নির্দেশে ওসমান হাদিকে হত্যা: ১৭ জনের নামে চার্জশিট’ 5:08 PM ১২ জানুয়ারি ঢাকায় আসছেন মা‌র্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন 4:00 PM গভীর সমুদ্রে গবেষণা ও সমস্যা চিহ্নিত করতে গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার