• সর্বশেষ সংবাদ স্ক্রল

    ধলেশ্বরীতে ফেরি দুর্ঘটনা নিহত ৩

      প্রতিনিধি 21 December 2025 , 11:32:33 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে ফেরি পারাপারের সময় ঘটে যাওয়া এক ভয়াবহ দুর্ঘটনায় তিনজনের প্রাণহানি হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ফতুল্লার বক্তাবলী ও নরসিংপুর ঘাটের মাঝামাঝি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

    পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বক্তাবলী ঘাট থেকে ছেড়ে আসা একটি ফেরি নরসিংপুর ঘাটের দিকে যাচ্ছিল। ফেরিটি মাঝনদীতে পৌঁছালে হঠাৎ করে ফেরিতে থাকা একটি ট্রাক চালু হয়ে নিয়ন্ত্রণ হারায়। ট্রাকটি সামনে থাকা একটি মোটরসাইকেল, দুটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি রিকশাভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে ফেরির রেলিং ভেঙে ট্রাকসহ পাঁচটি যানবাহন নদীতে পড়ে যায়।

    বিজ্ঞাপন

    এ দুর্ঘটনায় সিঙ্গাপুরপ্রবাসী মাসুদ রানা (৩০), মোটরসাইকেল আরোহী মো. রফিক (৩৫) ও ভ্যানচালক মো. স্বাধীন (২৫) নিহত হন। গুরুতর আহত অবস্থায় রফিককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। অপর দুজন নিখোঁজ থাকলেও পরে দিবাগত রাত দুইটার দিকে নদী থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।

    দুর্ঘটনার পরপরই ট্রাকচালকসহ কয়েকজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও অন্যরা পানিতে তলিয়ে যান। খবর পেয়ে নৌ পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যরা রাতভর উদ্ধার অভিযান পরিচালনা করেন।

    বক্তাবলী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. রকিবুজ্জামান জানান, হঠাৎ ট্রাকটি সচল হয়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। ট্রাকটির ইঞ্জিন কীভাবে চালু হলো এবং এতে চালকের কোনো গাফিলতি ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

    নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. হাসিনুজ্জামান জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এছাড়া নদীতে পড়ে যাওয়া ট্রাকসহ অন্যান্য যানবাহন উদ্ধারে রোববার সকাল থেকে পুনরায় অভিযান শুরু হবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:27 PM আলিয়া ‘সুযোগসন্ধানী’, সমর্থন দিলেন অনন্যা 12:17 PM রিয়ালের নতুন কোচ আরবেলোয়া 12:06 PM গানম্যান পেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান 12:05 PM নির্বাচন ও গণভোটের মাধ্যমে নির্ধারণ হবে দেশের ভবিষ্যৎ: প্রধান উপদেষ্টা 11:58 AM জামায়াত আমিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ 11:40 AM রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ১৮ ফেব্রুয়ারি 11:24 AM দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা 11:17 AM ইরানের সঙ্গে ব্যবসা করা দেশের ওপর ২৫ শতাংশ শুল্ক: বিপাকে ভারত 10:52 AM বিভিন্ন দেশে বাংলাদেশ মিশনের ৪ প্রেস কর্মকর্তাকে দেশে ফেরার নির্দেশ 10:37 AM ইরান যুদ্ধের জন্য প্রস্তুত