
প্রতিনিধি 18 December 2025 , 7:34:15 প্রিন্ট সংস্করণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে লড়াই করতে মনোনয়ন ফরম কিনেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন, তার চাচাতো ভাই নূর এ শাহাদাৎ স্বজন।

বিষয়টি নিশ্চিত করে জেলা নির্বাচন কর্মকর্তা মো. ওয়ালিউল্লাহ জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। প্রতিনিধি হিসেবে তার পরিবারের একজন ফরম সংগ্রহ করে নিয়ে গেছেন৷
উল্লেখ্য, ঠাকুরগাঁও-১ আসনটি দীর্ঘদিন ধরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক আসন হিসেবে পরিচিত। গত ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি এবং ২০০১ সালের নির্বাচনে এই আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।
আগামী জাতীয় নির্বাচনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহের খবরে, স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে নতুন করে উদ্দীপনা তৈরি হয়েছে।