
প্রতিনিধি 15 December 2025 , 4:05:58 প্রিন্ট সংস্করণ

জুনিয়র হকি বিশ্বকাপে সবাইকে তাক লাগিয়ে ১৮ গোল করেন আমিরুল ইসলাম। আসরের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ওঠে বাংলাদেশি তারকার হাতে । ঝাঁকড়া চুলের জন্য ‘হকির হামজা’ নামে পরিচিতি পাওয়া এ মিডফিল্ডার ৬ ম্যাচের ৫টিতে হ্যাটট্রিক করেন। ব্যক্তিগত এই সাফল্য দিয়ে নজর কেড়ে টুর্নামেন্ট জুড়ে আলোচনায় ছিলেন। ফরিদপুরে জন্মগ্রহণ করা এ হকি খেলোয়াড়ের পারফরম্যান্সে চোখ ছিল বড় দলগুলোর। নিজ দেশের ঘরোয়া টুর্নামেন্টে আমিরুলকে খেলাতে বাংলাদেশের হেডকোচ সিগফ্রায়েড আইকম্যানের কাছে ফোন নাম্বার চেয়েছে ইউরোপের বড় দলগুলোর কোচরা। সেই তালিকায় আছে বেলজিয়াম, স্পেন, জার্মানি ও অস্ট্রেলিয়ার মতো বিশ্বসেরা দলের নাম।


প্রথমবার যুব বিশ্বকাপে খেলতে গিয়ে শৃঙ্খলা বজায় রেখে পেনাল্টি কর্নার ও ড্র্যাগ ফ্লিকে অসাধারণ নৈপুণ্য দেখান আমিরুল। টুর্নামেন্টে করা তার ১৮ গোলের ১৫টিই পেনাল্টি কর্নার থেকে এসেছে। বাকি ৩ গোল করেন পেনাল্টি স্ট্রোক থেকে। নিকটতম প্রতিদ্বন্দ্বী দক্ষিণ কোরিয়ার লি মিন হিওকের চেয়ে ৭ গোলে এগিয়ে ছিলেন আমিরুল। এই অর্জনের পর তাকে নিয়ে কাড়াকাড়ি লেগে গেছে। নিজ দেশের ঘরোয়া লীগে মিডফিল্ডার আমিরুলকে পেতে আগ্রহী বিশ্ব হকির হেভিওয়েট সবদল। এ নিয়ে আইকম্যান জানান, ‘সে (আমিরুল) এখন বিশ্ববিখ্যাত। অনেক দল তাকে পেতে চায়। বিশ্বের অনেক দেশ তাকে নিয়ে কথা বলছে। বেলজিয়াম, অস্ট্রেলিয়া, স্পেন ও জামার্নির মতো বড় দলের কোচেরা ওদের দেশে খেলাতে নাম্বার চেয়েছে।’
তবে এই সাফল্য নিয়ে আমিরুলকে তৃপ্ত না হতে পরামর্শ দিয়েছেন আইকম্যান। আমিরুল যেন নিজেকে ছাড়িয়ে যেতে পারেন সেই দিক নির্দেশনাও দিয়েছেন তিনি। ডাচ কোচ বলেন, ‘আমিরুলকে ডিফেন্ডিং স্কিল, ফুটওয়ার্ক ও সিদ্ধান্ত গ্রহণে উন্নতি করতে হবে। সে বাংলাদেশ হকির সম্পদ। হকির বড় পর্যায়ের টুর্নামেন্ট খেলতে পারলে আমিরুল আরও শেখার সুযোগ পাবে।’ নিয়মিত ঘরোয়া হকি না হলে আমিরুলের মতো প্রতিভাবান ড্র্যাগ ফ্লিকারকে বাংলাদেশ হারিয়ে ফেলতে পারে বলে আশঙ্কা করেন আইকম্যান। এছাড়া যুব পর্যায়ের ধাপ পেরিয়ে সিনিয়র মঞ্চে একই কারিশমা দেখানো যে চ্যালেঞ্জিং সেটাও মনে করিয়ে দেন তিনি। ডাচ কোচ বলেন, ‘ড্র্যাগ ফ্লিকারের মধ্যে পাকিস্তানের সুফিয়ান খান অন্যতম সেরা একজন হকি খেলোয়াড়। কিন্তু সে বড় পর্যায়ে পারফর্ম করতে পারছে না। আমিরুলকে বড় পর্যায়ে নিয়মিত পারফর্ম করতে হলে নিয়মিত কঠোর অনুশীলন করতে হবে।’