• জাতীয়

    সুদানে সন্ত্রাসী হামলায় হতাহত বাংলাদেশি ১৪ শান্তিরক্ষীর পরিচয়

      প্রতিনিধি 14 December 2025 , 2:18:21 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিক বেসে শনিবার (১৩ ডিসেম্বর) স্থানীয় সময় দুপুর ৩টা ৪০ মিনিট থেকে ৩টা ৫০ মিনিট পর্যন্ত বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী ড্রোন হামলা পরিচালনা করা হয়। এ হামলায় দায়িত্বরত ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ হন এবং ৮ আটজন শান্তিরক্ষী আহত হন।

    আইএসপিআর শহীদ শান্তিরক্ষীদের নাম জানায়, কর্পোরাল মো. মাসুদ রানা এএসসি (নাটোর), সৈনিক মো. মমিনুল ইসলাম বীর (কুড়িগ্রাম), সৈনিক শামীম রেজা বীর (রাজবাড়ি), সৈনিক শান্ত মন্ডল বীর (কুড়িগ্রাম), মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম (কিশোরগঞ্জ), লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া (গাইবান্ধা)।

    আহত শান্তিরক্ষীরা হলেন- লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার খালেকুজ্জামান পিএসসি, অর্ডন্যান্স (কুষ্টিয়া), সার্জেন্ট মো. মোস্তাকিম হোসেন বীর (দিনাজপুর), কর্পোরাল আফরোজা পারভিন ইতি সিগনালস (ঢাকা), ল্যান্স কর্পোরাল মহিবুল ইসলাম ইএমই (বরগুনা), সৈনিক মো. মেজবাউল কবির বীর (কুড়িগ্রাম), সৈনিক মোসাঃ উম্মে হানি আক্তার ইঞ্জিঃ (রংপুর), সৈনিক চুমকি আক্তার অর্ডন্যান্স (মানিকগঞ্জ), সৈনিক মো. মানাজির আহসান বীর (নোয়াখালী)।

    আহত আটজন শান্তিরক্ষীকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে। তাদের মধ্যে সৈনিক মো. মেজবাউল কবিরের অবস্থা গুরুতর হওয়ায় এরইমধ্যে তার সফল অস্ত্রোপচার সম্পন্ন করা হয় এবং বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। অপর আহত সাতজনকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে স্থানান্তর করা হয় এবং তারা সকলেই শঙ্কামুক্ত রয়েছেন।

    বিজ্ঞাপন

    বাংলাদেশ সেনাবাহিনী এই নৃশংস সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছে। শহীদ শান্তিরক্ষীদের আত্মত্যাগ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অঙ্গীকারের এক উজ্জ্বল ও গৌরবময় নিদর্শন হয়ে থাকবে।

    সেনাবাহিনীর পক্ষ থেকে শহীদদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হচ্ছে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হচ্ছে।

    আহত শান্তিরক্ষীদের মধ্যে আছেন

    লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার খালেকুজ্জামান, সার্জেন্ট মো. মোস্তাকিম হোসেন, কর্পোরাল আফরোজা পারভিন ইতি, ল্যান্স কর্পোরাল মহিবুল ইসলাম, সৈনিক মো. মেজবাউল কবির, সৈনিক মোসা. উম্মে হানি আক্তার, সৈনিক চুমকি আক্তার, অর্ডন্যান্স ও সৈনিক মো. মানাজির আহসান।

    আইএসপিআর জানায়, আহত ৮ জন শান্তিরক্ষীকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে। তাদের মধ্যে সৈনিক মো. মেজবাউল কবিরের অবস্থা গুরুতর হওয়ায় ইতোমধ্যে তার সফল অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে এবং বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। অপর আহত ৭ জনকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে স্থানান্তর করা হয়েছে এবং তারা সবাই শঙ্কামুক্ত রয়েছেন।

    বাংলাদেশ সেনাবাহিনী এই নৃশংস সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছে। শহীদ শান্তিরক্ষীদের আত্মত্যাগ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অঙ্গীকারের এক উজ্জ্বল ও গৌরবময় নিদর্শন হয়ে থাকবে।

    বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে শহীদদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হচ্ছে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হচ্ছে বলেও জানিয়েছে আইএসপিআর।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    8:37 PM চলতি অর্থবছরে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৪.৬ শতাংশে উন্নীত হবে: বিশ্বব্যাংক 8:29 PM তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোট নেতাদের বৈঠক 8:15 PM মাসুম হত্যা মামলা: শেখ হাসিনাসহ ১৭০ জনের বিরুদ্ধে পরোয়ানা 8:01 PM ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা, আরব আমিরাতের 6:22 PM ইরানে হামলা হলে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে পাল্টা হামলা হবে 6:15 PM মিয়ানমার সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফা: কৃত্রিমভাবে চলছে শ্বাস-প্রশ্বাস 6:14 PM আবারও গুরুত্বপূর্ণ ৩ সড়ক অবরোধের ঘোষণা শিক্ষার্থীদের 5:38 PM বিএনপি জুলাই সনদের প্রতিটি প্রস্তাব বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ: সালাহউদ্দিন আহমেদ 5:35 PM কাতারের বিমানঘাঁটি থেকে কর্মীদের সরে যাওয়ার পরামর্শ 4:53 PM লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট