• আন্তর্জাতিক

    ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত

      প্রতিনিধি 14 December 2025 , 12:04:13 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় হামাসের এক শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে যে, গাজা সিটিতে হামলা চালিয়ে তারা হামাসের সিনিয়র কমান্ডার রায়েদ সাদকে হত্যা করেছে। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবারের হামলায় পাঁচজন নিহত এবং কমপক্ষে ২৫ জন আহত হয়েছে।

    তবে হামাসের দেওয়া এক বিবৃতিতে রায়েদ সাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়নি। হামাস বলছে, গাজা সিটির বাইরে একটি বেসামরিক গাড়িতে হামলা চালানো হয়েছে এবং ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।

    টেলিগ্রামে এক পোস্টে ইসরায়েলি বাহিনী অভিযোগ করেছে, হামাসের ওই কমান্ডার ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠার জন্য কাজ করছিলেন। রায়েদ সাদকে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার অন্যতম স্থপতি হিসাবে বর্ণনা করা হয়েছে।

    বিজ্ঞাপন

    ইসরায়েলের দাবি সঠিক হলে অর্থাৎ রায়েদ সাদ নিহত হয়ে থাকলে অক্টোবরে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর তিনিই ইসরায়েলের হাতে নিহত হওয়া হামাসের সর্বশেষ হাই প্রোফাইল কমান্ডার।

    এক ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, সাদকে আক্রমণের লক্ষ্যবস্তু করা হয়েছিল। তিনি তাকে হামাসের অস্ত্র উৎপাদনকারী বাহিনীর প্রধান হিসাবে বর্ণনা করেছেন।

    হামাসের বিভিন্ন সূত্র তাকে ইজ্জ আল-দিন আল-হাদ্দাদ-এর পরে গ্রুপের সশস্ত্র শাখার সেকেন্ড-ইন-কমান্ড হিসাবেও বর্ণনা করেছে।

    বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, গাজা শহরের পশ্চিমে নাবুলসি জংশনে একটি ইসরায়েলি ড্রোন একটি গাড়িতে আঘাত করেছে, যার ফলে হতাহতের ঘটনা ঘটেছে।

    তবে মোট কতজন হতহাত হয়েছে সে বিষয়ে পরিস্কার কোনো তথ্য দেওয়া হয়নি এবং হামাসের ওই কমান্ডার এই হামলায় নিহত হয়েছেন কি না সেটাও স্পষ্ট নয়।

    গত অক্টোবরে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ইসরায়েল প্রায় প্রতিদিনই গাজায় আক্রমণ চালিয়ে যাচ্ছে। প্রায় ৮০০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করে কমপক্ষে ৩৮৬ জনকে হত্যা করেছে দখলদার বাহিনী।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    8:37 PM চলতি অর্থবছরে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৪.৬ শতাংশে উন্নীত হবে: বিশ্বব্যাংক 8:29 PM তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোট নেতাদের বৈঠক 8:15 PM মাসুম হত্যা মামলা: শেখ হাসিনাসহ ১৭০ জনের বিরুদ্ধে পরোয়ানা 8:01 PM ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা, আরব আমিরাতের 6:22 PM ইরানে হামলা হলে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে পাল্টা হামলা হবে 6:15 PM মিয়ানমার সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফা: কৃত্রিমভাবে চলছে শ্বাস-প্রশ্বাস 6:14 PM আবারও গুরুত্বপূর্ণ ৩ সড়ক অবরোধের ঘোষণা শিক্ষার্থীদের 5:38 PM বিএনপি জুলাই সনদের প্রতিটি প্রস্তাব বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ: সালাহউদ্দিন আহমেদ 5:35 PM কাতারের বিমানঘাঁটি থেকে কর্মীদের সরে যাওয়ার পরামর্শ 4:53 PM লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট