• বাণিজ্য

    বৈশ্বিক বাজারে স্বর্ণের দামে সামান্য পতন

      প্রতিনিধি 11 December 2025 , 9:09:23 প্রিন্ট সংস্করণ

    বৈশ্বিক বাজারে স্বর্ণের দামে সামান্য পতন। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বৈশ্বিক বাজারে স্বর্ণের দামে সামান্য পতন দেখা গেছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সিদ্ধান্তে নীতিনির্ধারকদের বিভক্ত ভোট বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি করেছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে এবং লন্ডন সময় বেলা ১১টা ১১ মিনিটে স্পট গোল্ডের দাম শূন্য দশমিক শূন্য দশমিক ৩% কমে দাঁড়ায় আউন্স প্রতি ৪ হাজার ২১৭ দশমিক শূন্য ৯ ডলার।

    বিজ্ঞাপন

    অপরদিকে, ফেব্রুয়ারি সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ৫% বেড়ে ৪ হাজার ২৪৪ দশমিক ৭০ ডলার হয়। -খবর রয়টার্সের। এ বিষয়ে স্বতন্ত্র বিশ্লেষক রস নরম্যান বলেন, সুদের হার কমানোর প্রত্যাশায় আগাম অতিরিক্ত বিনিয়োগ হওয়ার কারণেই স্বর্ণে কিছু বিক্রির চাপ তৈরি হয়েছে। তবে তার মতে, স্বর্ণের মৌলিক শক্তিশালী বাজারচিত্র অপরিবর্তিত।

    অপরদিকে, অন্যদিকে রুপা আবারও নতুন উচ্চতা স্পর্শ করেছে। স্পট সিলভার ১% বেড়ে আউন্সপ্রতি ৬২ দশমিক ৩৯ ডলার হয়; এর আগে সেশনের মধ্যেই এটি ৬২ দশমিক ৮৮ ডলার স্পর্শ করে নতুন রেকর্ড গড়ে। চলতি বছর এখন পর্যন্ত রুপার দাম বেড়েছে ১১৬%, যা শিল্প খাতে শক্তিশালী চাহিদা, মজুত কমে যাওয়া এবং যুক্তরাষ্ট্রের ‘ক্রিটিক্যাল মিনারেল লিস্ট’-এ রুপা যুক্ত হওয়ার প্রভাব।

    নরম্যান আরও বলেন, রুপার বাজার অত্যন্ত ইতিবাচক। ক্রিটিক্যাল মিনারেল তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় ভবিষ্যতে রিজার্ভ গঠনের সম্ভাবনা রয়েছে, যা বাজারকে আরও সংকুচিত করতে পারে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    10:52 AM বিভিন্ন দেশে বাংলাদেশ মিশনের ৪ প্রেস কর্মকর্তাকে দেশে ফেরার নির্দেশ 10:37 AM ইরান যুদ্ধের জন্য প্রস্তুত 9:56 PM ঢাকাকে হারিয়ে টেবিলের শীর্ষে উঠলো রাজশাহী 9:52 PM দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম স্বর্ণের, ভরি ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকা 9:00 PM ক্রীড়া উপদেষ্টার বক্তব্য আইসিসির আনুষ্ঠানিক কোনো জবাব নয়: বিসিবি 8:36 PM এমন একটি দেশে ফিরে আসতে পেরে আমি ও আমার স্ত্রী আনন্দিত: ব্রেন্ট ক্রিস্টেনসেন 8:09 PM নির্বাচন ডাকাতি আর যেন না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা 7:48 PM বিতর্কিত তিন নির্বাচন নিয়ে তদন্ত কমিশনের প্রতিবেদন জমা 7:27 PM ইরানে সরকারের পক্ষে রাজপথে লাখো মানুষের ঢল 7:09 PM দুদকে তদন্তকাজের গতিশীলতায় ১৫ বিশেষ টিম গঠন