
প্রতিনিধি 11 December 2025 , 8:21:42 প্রিন্ট সংস্করণ

‘ডোন্ট বি অ্যান অ্যাপল’ লিখে একগুচ্ছ নতুন ছবি পোস্ট করেছেন-অভিনেত্রী জয়া আহসান। সেসব ছবিতে দেখা যাচ্ছে, তার চোখে সানগ্লাস, ঠোঁটে বাঁকা হাসি। যেন ইঙ্গিতে দিচ্ছেন অন্য কোনো বার্তা।
একই সঙ্গে যুক্ত করেছেন নার্গিসের গান ‘পিরিতের পেট্রোল ঢাইলে আগুন জ্বালাইসে গায়/সোনা বন্ধু কুনজাগায়…’ বুধবার (১০ ডিসেম্বর) বুধবার রাতে ৬টি ছবি শেয়ার দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।

মুহূর্তেই ছড়িয়ে পড়ে ছবিগুলো। হাজারো রিয়্যাকশন ও মন্তব্যে ভরে ওঠে ছবিটি। ছবিতে জয়াকে দেখা যাচ্ছে ব্লাউজ ও ডেনিম পরিহিতা। লাল ব্লাউজের সঙ্গে মিলিয়ে কপালে পরেছেন লাল টিপ। খোপায় লাল-সাদা ফুল। নিশ্চয়ই নতুন কোনো খবর অপেক্ষা করছে, যার শুরুটা এমন রোমান্টিক!
অপরদিকে, চলতি বছরে বেশ কয়েকটি সিনেমা বেরিয়েছে অভিনেত্রীর। হয়তো শিগগিরই নতুন সিনেমার খবর জানাবেন জয়া আহসান।