
প্রতিনিধি 11 December 2025 , 7:43:44 প্রিন্ট সংস্করণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সহজ হবে না জানিয়ে, বিএনপিকে সতর্ক করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘বিএনপি যদি সতর্ক না হয়, তাহলে দেশের অস্তিত্ব, সার্বভৌমত্ব ও গণতন্ত্র হুমকির মুখে পড়বে’। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ফার্মগেটে কেআইবি মিলনায়তনে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক সেমিনারে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
নির্বাচন প্রসঙ্গে তারেক রহমান আরও বলেন, ‘সামনের নির্বাচন সহজ নয়, অনেকেই এই কথা হেসে-খেলে উড়িয়ে দিয়েছেন। এখন তারা সেটি অনুধাবন করতে পারছেন’। অপরদিকে, কিছু পরিকল্পনা দলীয় হলেও তা দেশের জন্য প্রণীত, দেশের মানুষের কথা মাথায় রেখেই তা তৈরি করা হয়েছে।

এ কারণে দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষা করতে হলে, বিএনপির সব নেতাকর্মীকে জনগণের কাছে গিয়ে ধানের শীষের পক্ষে জনরায় আনার জন্য কাজ করতে হবে। তিনি বলেন, বিএনপির দেশ গড়ার পরিকল্পনা দলীয় হলেও তা দেশের মানুষের জন্য। নেতাকর্মীদের এই পরিকল্পনা নিয়ে মানুষের দ্বারে দ্বারে যেতে হবে।
তিনি বলেন, দেশ গড়ার পরিকল্পনা নিয়ে বিএনপির নেতাকর্মীরা যদি মানুষের কাছে না যান, তাহলে অন্য দলগুলো মানুষকে বিভ্রান্ত করার সুযোগ পাবে। আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে জনরায় আনতে হলে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করতে হবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো ব্যক্তির জন্য নয়, বরং ধানের শীষ প্রতীকের জন্য কাজ করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, বিএনপি থেকে যারা নির্বাচিত হবেন, তাদের জন্য কাজ করতে হবে। দল যাকেই মনোনয়ন দিক না কেন, সবাইকে ধানের শীষের জন্য কাজ করতে হবে। কোনো ব্যক্তির জন্য নয়। এই মুহূর্তে বিএনপি ছাড়া দেশের মৌলিক বিষয়গুলো নিয়ে অন্য কোনো দল চিন্তা করছে না। তিনি উল্লেখ করেন, স্বৈরাচার দেশের অবস্থা ধ্বংস করে গেছে। দেশকে আবার নতুন করে গড়তে হলে পরিকল্পনার প্রয়োজন। তাই বিএনপি আগামী পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে চায়।