• খেলা

    সালাউদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করেনি বিসিবি, ব্যাটিং কোচ থকছেন আশরাফুলও

      প্রতিনিধি 4 December 2025 , 11:56:51 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট নিয়ে কয়েক সপ্তাহ ধরে যে অনিশ্চয়তা ঘুরপাক খাচ্ছিল, তার অবসান ঘটল আজ। আয়ারল্যান্ড সিরিজের আগে দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিলেও, শেষ পর্যন্ত জাতীয় দলের সঙ্গেই থাকছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দীন। একই সঙ্গে ব্যাটিং কোচ হিসেবে টি–টোয়েন্টি বিশ্বকাপেও বহাল থাকছেন মোহাম্মদ আশরাফুল-যা ভবিষ্যৎ পরিকল্পনার দিক থেকেও বড় বার্তা বহন করে।

    সিরিজ শুরুর ঠিক আগে দায়িত্ব উপভোগ করতে না পারার কথা জানিয়ে বিসিবিতে পদত্যাগপত্র পাঠিয়েছিলেন সালাহউদ্দীন। এতে টিম ম্যানেজমেন্টে অস্থিরতা তৈরি হয়। তবে আজ বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন দেশের একটি গণমাধ্যম নিশ্চিত করেছেন, বোর্ড তার পদত্যাগ গ্রহণ করেনি।

    তিনি বলেন, ‘এটা নিয়ে কখনোই কোনো অনিশ্চয়তা ছিল না। পদত্যাগপত্র গৃহীত হয়নি। সে জাতীয় দলের সঙ্গেই থাকছে।’

    বিজ্ঞাপন

    আয়ারল্যান্ড সিরিজের আগে অস্থায়ীভাবে ব্যাটিং কোচ করা হয়েছিল মোহাম্মদ আশরাফুলকে। তখনই আলোচনায় ছিল-এটি কি শুধু এক সিরিজের জন্য, নাকি দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ?

    আজ নাজমূল আবেদীনের ভাষায় পরিষ্কার, আশরাফুলও দীর্ঘ সময়ের জন্যই দলের অংশ থাকছেন।

    প্রশ্ন ছিল-তা কি বিশ্বকাপ পর্যন্ত?

    উত্তরে নাজমূল বলেন, “এটাই এখন আমাদের টিম ম্যানেজমেন্ট।”

    অর্থাৎ চলতি চক্রেই ব্যাটিং বিভাগ সামলাবেন দেশের সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান।

    ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত বিসিবির সঙ্গে সালাহউদ্দীনের চুক্তি রয়েছে। জাতীয় দলে থেকেই তিনি কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন, তবে এ বিষয়ে তাঁর মন্তব্য জানা যায়নি—ফোনে যোগাযোগ করা হলেও পাওয়া যায়নি তাঁকে।

    আয়ারল্যান্ড সিরিজ শেষ, সামনে এখন সামান্য বিরতি। বিপিএল শেষ হলেই ফেব্রুয়ারিতে শুরু হবে টি–টোয়েন্টি বিশ্বকাপ মিশন। তার আগে টিম ম্যানেজমেন্টে স্থিতিশীলতা পাওয়া বাংলাদেশ দলের প্রস্তুতির জন্য নিঃসন্দেহে একটি ইতিবাচক বার্তা।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:38 PM বাঁধাকপি দিয়ে গরুর মাংস রান্নার রেসিপি 6:37 PM জকসু নির্বাচনে ভোটার উপস্থিতি ৬৫ শতাংশ, গণনা চলছে 6:31 PM বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা নেই: জাতিসংঘ 5:39 PM বাংলাদেশের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন আফ্রিদি 5:39 PM ঢাকা ১৭ আসনের কর্মীদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় 5:27 PM জকসুর ভোটগ্রহণ শেষ, শিক্ষার্থীদের ক্যাম্পাস ত্যাগের নির্দেশ 5:24 PM জাতীয় পার্টির পুনর্বাসন চাই না: ইসিকে আসিফ মাহমুদ 5:09 PM ‘ওয়ার্ড কাউন্সিলর বাপ্পীর নির্দেশে ওসমান হাদিকে হত্যা: ১৭ জনের নামে চার্জশিট’ 5:08 PM ১২ জানুয়ারি ঢাকায় আসছেন মা‌র্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন 4:00 PM গভীর সমুদ্রে গবেষণা ও সমস্যা চিহ্নিত করতে গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার