• আন্তর্জাতিক

    ইসরায়েলি হামলায় গাজায় তাঁবুতে, নিহত ৫

      প্রতিনিধি 4 December 2025 , 11:34:15 প্রিন্ট সংস্করণ

    খান ইউনিসের একটি তাঁবু। ছবি: সংগৃহীত
    খান ইউনিসের একটি তাঁবু। ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    গাজার খান ইউনিসের একটি তাঁবুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির এ হামলায় অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে দুই শিশু রয়েছেন।

    বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    কুয়েত ফিল্ড হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, গাজার খান ইউনিসের পশ্চিমে বাস্তুচ্যুত মানুষের তাবুতে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। উপকূলীয় আল-মাওয়াসি এলাকায় এ হামলা চালানো হয়েছে।

    চিকিৎসকরা জানিয়েছেন, নিহতদের মধ্যে ৪৬ এবং ৩০ বছর বয়সী দুই নারী রয়েছেন। এ ছাড়া ৩৬ বছর বয়সী এক পুরুষ এবং আট ও ১০ বছর বয়সী দুই শিশু রয়েছেন। এ ছাড়া হামলায় আরও অন্তত ৩২ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

    বিজ্ঞাপন

    উদ্ধারকর্মীরা বিবিসিকে জানিয়েছেন, তারা আল-নাজাত ক্যাম্প থেকে মৃতদেহগুলো উদ্ধার করেছেন। এ ক্যাম্পে সাম্প্রতিক মাসগুলোতে শত শত বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিলেন।

    ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, তারা একজন হামাস যোদ্ধাকে লক্ষ্যবস্তু করেছে। পাঁচ ইসরায়েলি সেনা আহত হওয়ার পর এ হামলা চালানো হয়েছে। হামাস রাফাহ এলাকায় মোতায়েন ইসরায়েলি বাহিনীর ওপর হামলা চালিয়ে যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন করেছে বলে দাবি করেছে হামাস।

    প্রত্যক্ষদর্শীরা জানান, আল-মাওয়াসি বাস্তুচ্যুতদের এলাকায় একটি তাঁবুকে লক্ষ্য করে প্রথমে হামলা চালানো হয়। এরপর কুয়েত হাসপাতালের কাছে বিস্ফোরণ ঘটে। এতে করে আশ্রয় নেওয়া পরিবারগুলোর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামাস হামলাকে বর্বর, নির্বিচার ও ১০ অক্টোবর শুরু হওয়া যুদ্ধবিরতির লঙ্ঘন বলে আখ্যায়িত করেছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    8:37 PM চলতি অর্থবছরে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৪.৬ শতাংশে উন্নীত হবে: বিশ্বব্যাংক 8:29 PM তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোট নেতাদের বৈঠক 8:15 PM মাসুম হত্যা মামলা: শেখ হাসিনাসহ ১৭০ জনের বিরুদ্ধে পরোয়ানা 8:01 PM ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা, আরব আমিরাতের 6:22 PM ইরানে হামলা হলে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে পাল্টা হামলা হবে 6:15 PM মিয়ানমার সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফা: কৃত্রিমভাবে চলছে শ্বাস-প্রশ্বাস 6:14 PM আবারও গুরুত্বপূর্ণ ৩ সড়ক অবরোধের ঘোষণা শিক্ষার্থীদের 5:38 PM বিএনপি জুলাই সনদের প্রতিটি প্রস্তাব বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ: সালাহউদ্দিন আহমেদ 5:35 PM কাতারের বিমানঘাঁটি থেকে কর্মীদের সরে যাওয়ার পরামর্শ 4:53 PM লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট