
প্রতিনিধি 1 December 2025 , 2:24:43 প্রিন্ট সংস্করণ

চার দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির নোটিশের পর সোমবার (১ ডিসেম্বর) থেকে তারা মাধ্যমিক শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নেওয়া বন্ধ ঘোষণা করেন।
অন্যদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরও তৃতীয় প্রান্তিক মূল্যায়ন (বার্ষিক পরীক্ষা) না নেওয়ার ঘোষণা দিয়েছেন। সোমবার (১ ডিসেম্বর) প্রথম দিন পরীক্ষা নেননি প্রাথমিক শিক্ষকরা।
মাধ্যমিক শিক্ষক সমিতির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিনের পেশাগত মর্যাদা ও বেতন-ভাতাসংক্রান্ত চার দফা দাবির বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের সামনে শিক্ষকরা রবিবার (৩০ নভেম্বর) দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন। কিন্তু দাবিগুলো না মানায় এখন লাগাতার কর্মবিরতিতে যাচ্ছেন।
ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয় রবিবার নোটিশ দিয়ে পরীক্ষা না নেওয়ার ঘোষণা দেয়।

শিক্ষকদের কর্মবিরতি ও পরীক্ষা না নেওয়ার বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রাজু আহমেদ বলেন, শিক্ষকরা কর্মবিরতি পালন করছিলেন। পরীক্ষা নেওয়া বন্ধ ঘোষণা করেন। মোহাম্মদপুরে সদ্য সরকারি হওয়া মাধ্যমিক বিদ্যালয়গুলো পরীক্ষা নিয়েছেন। তবে অন্য সরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পরীক্ষা নেয়নি। নির্দেশনা অনুযায়ী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তথ্য পাঠানো হয়েছে।
মাধ্যমিক শিক্ষকদের চার দাবি
১. সহকারী শিক্ষক পদকে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারভুক্ত করে মাধ্যমিক শিক্ষা অধিদফতরের গেজেট প্রকাশ।
২. বিদ্যালয় ও পরিদর্শন শাখায় কর্মরত শিক্ষকদের বিভিন্ন শূন্য পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন দ্রুত কার্যকর করা।
৩. সুপ্রিম কোর্টের রায়ের আলোকে বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেডের মঞ্জুরি আদেশ দেওয়া।
৪. ২০১৫ সালের আগের মতো সহকারী শিক্ষকদের দুই থেকে তিনটি ইনক্রিমেন্টসহ অগ্রিম বর্ধিত বেতন-সুবিধা বহাল করে গেজেট প্রকাশ করা।