• বাণিজ্য

    নতুন লোগো উন্মোচন করল বাংলালিংক

      প্রতিনিধি 1 December 2025 , 1:21:33 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    নিজেদের নতুন লোগো উন্মোচন করেছে দেশের বেসরকারি মোবাইল অপারেটর বাংলালিংক। এটিকে অত্যাধুনিক, গ্রাহককেন্দ্রিক ও প্রযুক্তিনির্ভর অপারেটর হিসেবে রূপান্তরে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে প্রতিষ্ঠানটি।

    বাংলালিংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, নতুন পরিচয় বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওন গ্রুপের বৈশ্বিক লক্ষ্য সামনে এগিয়ে নিয়ে যেতেও ভূমিকা রাখবে। ভিওনের লক্ষ্য ‘ডিজিটাল অপারেটর অ্যাম্বিশন’ বাস্তবায়নের মাধ্যমে টেলিযোগাযোগ খাতের সেবা ও পরিসরকে ডিজিটালভাবে এবং গ্রাহকদের দৈনন্দিন জীবনের প্রতিটি মুহূর্তকে আরও সমৃদ্ধ করা।

    বর্তমানে যোগাযোগ, শিক্ষা, কাজ কিংবা বিনোদন-সব ক্ষেত্রেই মানুষ ডিজিটাল কানেকটিভিটির ওপর নির্ভরশীল। বাংলালিংকের নতুন এই ব্র্যান্ড পরিচয় উন্নততর ডিজিটাল সেবা দেওয়ার মাধ্যমে সমাজের ক্ষমতায়নে ভিওনের প্রচেষ্টার প্রতিফলন। ইন্টারনেট ব্রাউজ করা, বিনোদন উপভোগ, সেলফ-কেয়ার অ্যাপ ব্যবহার কিংবা প্রিয়জনের সঙ্গে যোগাযোগ এবং গ্রাহকের দৈনন্দিন জীবনের সব ধরনের ডিজিটাল অভিজ্ঞতাকে সহজ, নির্ভরযোগ্য ও অর্থবহ করতে নতুন এ ব্র্যান্ড ডিজাইন তৈরি করা হয়েছে।

    এ উদ্যোগের মাধ্যমে বাংলালিংক নতুন এক যুগে প্রবেশ করেছে। অপারেটরটির লক্ষ্য শুধু নেটওয়ার্ক সেবা প্রদানকারী হিসেবে নয়, বরং গ্রাহকদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেশের কোটি মানুষকে সেবা প্রদান করা। বাংলালিংকের প্রতিটি সেবা শুরু হয় গ্রাহকের প্রয়োজন অনুধাবন করার মধ্য দিয়ে আর শেষ হয় তাদের প্রতিদিনের জীবনের প্রতিটি প্রয়োজন যত্নের সঙ্গে সমাধান করার মাধ্যমে।

    বিজ্ঞাপন

    লোগো উন্মোচন অনুষ্ঠানে বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইওহান বুসে বলেন, ‘নতুন এই ব্র্যান্ড পরিচয় শুধু বাহ্যিক পরিবর্তন নয়। এটি আমাদের মূল প্রতিষ্ঠান ভিওনের ডিজিটাল অপারেটরের লক্ষ্য এবং আমাদের গ্রাহকদের জীবনের প্রতিটি মুহূর্তকে সমৃদ্ধ করার লক্ষ্যের সাহসী পুনর্ব্যক্তি। আমাদের নতুন পরিচয় গতি, উদ্ভাবন ও অগ্রগতির প্রতীক। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা নির্ভরযোগ্য সংযোগ আর সবার জন্য ডিজিটাল সেবা নিশ্চিত করতে চাই। মানুষের জীবনকে আরও সহজ করা এবং অন্যের জন্য অনুপ্রেরণাদায়ক দৃষ্টান্ত তৈরি করাও আমাদের উদ্দেশ্য।’

    জানা গেছে, ২০০৫ সালে চালুর এই টেলিকম অপারেটরটি অন্তত পাঁচ বার লোগোতে পরিবর্তন এনেছে। বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, যাত্রা শুরুর পরপরই বাংলালিংক তাদের ব্র্যান্ড পরিচয়ে বেছে নেয় দেশের জাতীয় প্রাণী রয়েল বেঙ্গল টাইগারের রং ও ডোরা। প্রথম লোগোটি ছিল কমলা রঙের একটি বর্গাকার ফ্রেম, তার ওপর বাঘের ডোরার নকশা এবং নিচে ছোট অক্ষরে লেখা বাংলালিংক। টেক্সটের রং ছিল কমলা ও সবুজ। এক বছর পরেই লোগোতে প্রথম পরিবর্তন আনে প্রতিষ্ঠানটি। ওই সময়ে বাংলালিংক লেখাটি কমলা রঙের হয়ে যায়।

    কয়েক বছরের মধ্যেই আবারও বদলে ফেলা হয় লোগো। নতুন নকশায় আসে সাদা বর্ডারসহ ৩-ডি কমলা ব্যাকগ্রাউন্ডের ব্যবহার। প্রায় এক দশক ধরে এ ৩-ডি লোগোই ছিল বাংলালিংকের ব্র্যান্ড পরিচয়ের মূল অংশ।

    ২০২০ সালের জুলাইতে বিশ্বব্যাপী মিনিমালিজমের প্রবণতার সঙ্গে তাল মিলিয়ে এবার নকশাটিও হয় একেবারেই মিনিমাল- হেলভেটিকা ফন্টে লেখা, সাদাসিধে উপস্থাপন। পরিচিত কমলা ক্যানভাস থেকেও বাদ দেওয়া হয় গাঢ় বর্ডার; ক্যানভাসের ওপর ডোরার নকশা হয়ে ওঠে আরও বিমূর্ত ও অসামঞ্জস্যপূর্ণ।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    3:20 PM আটকের পর ডাবলুর মৃত্যু, সেনাপ্রধানের হস্তক্ষেপ চান বিএনপি মহাসচিব 3:16 PM ঢাকায় ফিরল বিপিএল, দেখে নিন- একনজরে সূচি 3:03 PM মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব; গুলিতে শিশু আহত হওয়ার প্রতিবাদ 2:56 PM ঢাকায় আনা হচ্ছে আরাকান আর্মির গুলিতে আহত হুজাইফাকে 2:45 PM “নির্বাচনের আগে পে-স্কেল দেওয়া বা না দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি ” 2:34 PM এক লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র 1:35 PM মোবাইল ফোন আমদানিতে শুল্ক কমেছে, কমতে পারে ফোনের দাম 1:18 PM চুয়াডাঙ্গায় সেনা হেফাজতে বিএনপি নেতার মৃত্যু 1:04 PM মোবাইলে কোনো শিশুর অশ্লীল ছবি তুললেই তথ্য যাবে সিআইডির কাছে 12:27 PM আলিয়া ‘সুযোগসন্ধানী’, সমর্থন দিলেন অনন্যা