• রাজনীতি

    আপাতত এভারকেয়ারেই চলবে খালেদা জিয়ার চিকিৎসা: ডা. জাহিদ

      প্রতিনিধি 30 November 2025 , 4:11:47 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা আপাতত রাজধানীর এভারকেয়ার হাসপাতালেই চলবে। তাকে বিদেশে নেওয়া হবে কি না, সেটি তার শারীরিক সুস্থতা ও মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

    শনিবার (২৯ নভেম্বর) রাতে এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

    সপ্তাহখানেক ধরে এই হাসপাতালেই চিকিৎসা চলছে ৮০ বছর বয়সী বিএনপি চেয়ারপারসনের।

    তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনিসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার হৃদ্‌যন্ত্র ও ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে। দুই দিন ধরে তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়ে আসছেন দলটির নেতারা।

    ডা. জাহিদ হোসেন বলেন, প্রয়োজনীয় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার চিকিৎসকরা সিদ্ধান্ত নেন যে খালেদা জিয়ার আরো নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসা দরকার।

    বিজ্ঞাপন

    এরপর তার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তক্রমে গত ২৭ তারিখ সকালবেলা খালেদা জিয়াকে সিসিইউতে নেওয়া হয়। হাসপাতালে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার সার্বিক কার্যক্রম তদারকি করছেন তার ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
    যুক্তরাষ্ট্র, চীনসহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শক্রমে এই হাসপাতালে চিকিৎসা অব্যাহত আছে এবং থাকবে বলে জানান ডা. জাহিদ।

    এসময় হাসপাতাল এলাকায় ভিড় না করতে অনুরোধ জানিয়ে তিনি বলেন, এখানে বিএনপি চেয়ারপারসনের পাশাপাশি আরো অনেক রোগী ভর্তি আছেন।

    তাদের কারো চিকিৎসা কার্যক্রম যেন ব্যাহত না হয়, সে জন্য যথাসম্ভব ভিড় কম করে যার যার অবস্থান থেকে নিজ নিজ ধর্ম অনুসারে সবাই তার সুস্থতার জন্য দোয়া-প্রার্থনা করবেন।
    সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে খালেদা জিয়ার এই ব্যক্তিগত চিকিৎসক বলেন, বিদেশে নেওয়ার বিষয়টি খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। মেডিক্যাল বোর্ড এমন কোনো সিদ্ধান্ত নিলে আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানিয়ে দেওয়া হবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:13 PM ধীরে ধীরে খালেদা জিয়াকে শেষ করে দেয়ার কঠিন চেষ্টা হয়েছে 7:04 PM খালেদা জিয়ার মৃত্যুতে তারকা অঙ্গনে শোক 6:58 PM বিপিএলের নতুন সূচি প্রকাশ, চট্টগ্রামবাসীর জন্য বড় দুঃসংবাদ 6:49 PM বাংলার ক্রীড়াঙ্গনও শ্রদ্ধায় স্মরণ করবে বেগম খালেদা জিয়াকে 5:44 PM খালেদা জিয়াকে সশস্ত্র বাহিনীর গার্ড অব অনার প্রদান 5:18 PM ঢাকায় দিল্লি-ইসলামাবাদের শীর্ষ কর্তাদের বৈঠক 4:51 PM রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন সম্পন্ন  4:08 PM পুরো ঢাকাই পরিণত হয় খালেদা জিয়ার জানাজার মাঠে 3:46 PM মায়ের জানাজায় যা বললেন তারেক রহমান 3:15 PM মানুষের ঢলে খালেদা জিয়ার জানাজা