• বিনোদন

    টাইম ম্যাগাজিনে বাংলাদেশির তোলা নামাজের ছবি

      প্রতিনিধি 28 November 2025 , 3:05:02 প্রিন্ট সংস্করণ

    টাইম ম্যাগাজিন প্রকাশ করেছে ‘টাইমস টপ হানড্রেড ফটোস অফ ২০২৫’
    টাইম ম্যাগাজিন প্রকাশ করেছে ‘টাইমস টপ হানড্রেড ফটোস অফ ২০২৫’
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    যুক্তরাষ্ট্রভিত্তিক খ্যাতনামা সাময়িকী টাইম ম্যাগাজিন তার ‘টাইমস টপ হানড্রেড ফটোস অব ২০২৫’ তালিকায় স্থান দিয়েছে বাংলাদেশি আলোকচিত্রী আমির হামজার তোলা একটি মানবিক মুহূর্তের ছবিকে। ছবিটি তোলা হয়েছিল গত ৩ জুলাই, নিউইয়র্কের ব্রঙ্কসে, যেখানে পুলিশ অফিসার দিদারুল ইসলামের জানাজায় অংশ নেওয়া মানুষের আবেগময় মুহূর্ত ক্যামেরাবন্দি হয়েছে।

    টাইমের নির্বাচিত ছবিতে দেখা যায়, পার্কচেস্টার জামে মসজিদের বাইরে শোকাবহ পরিবেশে মুসল্লিদের প্রার্থনা আর বিপুলসংখ্যক পুলিশ সদস্যের উপস্থিতি; যা দিদারুল ইসলামের প্রতি শ্রদ্ধা, মানবিকতা ও কমিউনিটির বন্ধনকে গভীরভাবে তুলে ধরে। এর সঙ্গে এই স্বীকৃতিকে কেন্দ্র করে দেশে গর্বের স্রোত তৈরি হয়েছে।

    বিজ্ঞাপন

    সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে ঘটনাটিকে ‘বাংলাদেশের শিল্প-সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ মাইলফলক’ হিসেবে উল্লেখ করেছে।

    এক বিবৃতিতে বলা হয়েছে, এই স্বীকৃতি শুধু হামজার অসাধারণ শিল্পদৃষ্টি ও নৈপুণ্যের প্রমাণ নয়, বরং বাংলাদেশের জন্য এক গর্বের মুহূর্ত, যেখানে আমাদের দেশ ও প্রবাসী সম্প্রদায়ের গল্পগুলো মর্যাদা, গভীরতা ও বৈশ্বিক আবেদন নিয়ে বিশ্বমঞ্চে উঠে আসছে।

    সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী আমির হামজাকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, “আসুন, বাংলাদেশের আলোকচিত্রের এই অর্জনকে একসঙ্গে উদ্‌যাপন করি। আমির হামজাকে আন্তরিক অভিনন্দন এবং ভবিষ্যতেও বিশ্বমঞ্চে বাংলাদেশের আলোকচিত্রীদের আরও উজ্জ্বল সাফল্য কামনা করছি।”

    এদিকে এই অর্জন নিয়ে নিজেই সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন আমির হামজা। লিখেছেন, “আমার তোলা এনওয়াইপিডি অফিসার দিদারুল ইসলামের জানাজার ছবি যুক্ত হয়েছে টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ১০০ ছবির তালিকায়।”

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:56 PM মন গলেনি ক্রিকেটারদের! অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল 6:55 PM মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র 6:29 PM জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা 6:17 PM ২১ এপ্রিল এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু 6:10 PM বিসিবির অর্থ কমিটি থেকে নাজমুল ইসলামকে অব্যাহতি 5:47 PM গণ-অভ্যুত্থানের দায়মুক্তি অধ্যাদেশের অনুমোদন 4:26 PM জামায়াত জোটের আসন ভাগাভাগি চূড়ান্ত 4:13 PM দাবি মানার আগে মাঠে নামবেন না ক্রিকেটাররা 2:47 PM পাবনা-১ ও ২ আসনে নির্বাচন ১২ ফেব্রুয়ারি করতে ইসিকে নির্দেশ 1:41 PM সায়েন্সল্যাবে ৭ কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ