রাজনীতি

ভোট গ্রহণে অসংগতির অভিযোগে, জাকসু নির্বাচন বর্জন ছাত্রদলের

  প্রতিনিধি 11 September 2025 , 6:37:12 প্রিন্ট সংস্করণ

- জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা ছাত্রদলের। ছবি: সংগৃহীত।
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ভোট গ্রহণ অনিয়ম ও অসংগতিসহ বিভিন্ন অভিযোগ তুলে জাকসু নির্বাচন বর্জন করছে ছাত্রদল। ছাত্রদল–সমর্থিত প্যানেলের সাধারণ সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী তানজিলা হোসাইন (বৈশাখী) এ অভিযোগ করেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে মওলানা ভাসানী হলের অতিথিকক্ষে এক সংবাদ সম্মেলনে নির্বাচন বর্জনের এ ঘোষণা দেন তিনি।

বিজ্ঞাপন

তানজিলা অভিযোগ করেন, ভোট দেয়ার সময় ফজিলাতুন্নেসা হলে আঙুলে দেয়া কালি মুছে যাচ্ছিল। একটি ব্যালট ফ্লোরে পাওয়া গেছে। এসব কারণে দুই ঘণ্টা নির্বাচন বন্ধ ছিল। এ ছাড়া একটি হলে এ প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থীকে ঢুকতে দেয়া হয়নি। তাজউদ্দীন হলে ভোটার লিস্টে ছবি না থাকায় ভোট বন্ধ ছিল। জামায়াত নেতার প্রতিষ্ঠান থেকে ছাপানো ব্যালটে ভোট হচ্ছে। সব হলে ছাত্রদলের প্যানেলের এজেন্টদের থাকতে দেয়া হয়নি।

অতিরিক্ত ব্যালট ছাপার বিষয়ে প্রশ্ন তুলে এ প্রার্থী বলেন, ‘আমাদের প্রশ্ন, জামায়াত নেতার কোম্পানি থেকে ছাপানো ব্যালট শতকরা ১০-২০ শতাংশ অতিরিক্ত ব্যালট শিবিরকে দেয়া হয়েছে কি না? হলগুলোতে আমাদের প্রার্থী ও এজেন্টদের বাধা দিয়ে ওই জাল ব্যালট দিয়ে ভোট কাস্ট করা হচ্ছে কি না? এসব ঘটনা প্রমাণ করে, টোটালি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে জাকসু নির্বাচনে’।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
12:56 PM ডাকসু নেতাদের আচরণ নিয়ে ছাত্রদলের নাছিরের স্ট্যাটাস 12:30 PM পাকিস্তানে ‘নিষিদ্ধ’ সালমান খান! 11:57 AM উত্তরা–মতিঝিল মেট্রোরেল চলাচল স্বাভাবিক 11:46 AM ব্যাংক এশিয়াকে ৩০ লাখ টাকা জরিমানা 11:09 AM তামিমকে অধিনায়ক করে দল ঘোষণা 10:59 AM মেট্রোরেল দুর্ঘটনায় নিহত কালামের দাফন সম্পন্ন 9:03 AM ভেনেজুয়েলার আরও কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, বাড়ছে উত্তেজনা 8:52 AM গাজায় মৃত্যুফাঁদ, ধ্বংসস্তূপে লুকিয়ে হাজার হাজার টন অবিস্ফোরিত বোমা 8:46 AM বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ‘মন্থা’, বাতাসের গতিবেগ ৬০ কিমি 8:42 AM জামায়াতসহ ৮ দলের বিক্ষোভ কর্মসূচি আজ