• খেলা

    টি-টোয়েন্টি সিরিজে সন্ধ্যায় লড়বে বাংলাদেশ-আয়ারল্যান্ড

      প্রতিনিধি 27 November 2025 , 1:43:38 প্রিন্ট সংস্করণ

    আজ সন্ধ্যায় লড়বে বাংলাদেশ-আয়ারল্যান্ড
    আজ সন্ধ্যায় লড়বে বাংলাদেশ-আয়ারল্যান্ড
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আয়ারল্যান্ড সিরিজকে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছেন অধিনায়ক লিটন দাস। আগের সিরিজের ভুলের পুনরাবৃত্তি না করে ম্যাচ পরিস্থিতি অনুযায়ী কঠিন অবস্থা থেকে বের হয়ে আসায় মনোযোগ দিতে চান কাপ্তান লিটন। টেস্ট সিরিজের পর এবার ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ১ম ম্যাচে মুখোমুখি হচ্ছে স্বাগতিক বাংলাদেশ ও আয়ারল্যান্ড। চট্টগ্রামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টায়।

    ২০২৫ সালে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩-০ তে সিরিজ হেরেছে টিম বাংলাদেশ। ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জয়ের পর এবার আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামছে টাইগাররা।

    ২০২৫ সালে ২৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। সমান ১৩ ম্যাচে জয় ও পরাজয় নিয়ে টাইগাররা চাইবে আরও কয়েকটি ম্যাচ জিতে বছর শেষ করতে।

    আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছেন লিটন দাস। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ভুলগুলোকে পুনরাবৃত্তি না করে ম্যাচের কঠিন পরিস্থিতে নিজেদের সেরা খেলাটা খেলতে চান লিটন।

    বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস বলেন, ‘ক্রিকেটে কিছু কিছু সিরিজ যায় খেলোয়াড়দের যখন তারা খারাপ খেলে। তারা আবার ভালো ব্যাট করবে এবং আমি আশাবাদী তারা এ সিরিজে ঘুরে দাঁড়াবে।’

    বিজ্ঞাপন

    সর্বশেষ ৫ বারের দেখায় বাংলাদেশের জয় ৩টিতে, আইরিশদের জয় ১টিতে। শক্তির দিক দিয়ে বাংলাদেশ থেকে পিছিয়ে থাকলেও প্রতিপক্ষকে সমীহ করছেন বাংলাদেশ অধিনায়ক।

    লিটন দাস বলেন, ‘ক্রিকেটে প্রতিটা টিমকে সম্মান করতে হবে। যেদিন যে দল ভালো করবে তাদের পক্ষেই গেম যাবে। আমরা চেষ্টা করবো আমাদের দেশকে রিপ্রেজেন্ট করার।’

    বছরজুড়ে সবচেয়ে বেশি রানের ধারায় ছিলেন ওপেনার তানজিদ তামিম। ২৪ ম্যাচে পাওয়ার প্লেতে ১৩৬ স্ট্রাইক রেটে করেছেন সর্বোচ্চ ৭টি অর্ধশতক ও এছাড়া অধিনায়ক লিটন দাস ও তাওহীদ হৃদয় দলের হয়ে অবদান রেখেছেন সবচেয়ে বেশি। বোলিংয়ে নেতৃত্ব লেগ স্পিনার রিশাদ হোসেন। ২৩ গড়ে নিয়েছেন সর্বোচ্চ ২৯ উইকেট। এছাড়া ২৩ উইকেট আছে মোস্তাফিজের ঝুলিতে।

    সংক্ষিপ্ত সংস্করণে বাংলাদেশের মোটামুটি ধারাবাহিকতা থাকলেও বিপরীত চিত্র আয়ারল্যান্ডের। বছরজুড়ে ৬টি ম্যাচ খেলে ৪টিতে হার ও দুই ম্যাচে বৈরী আবহাওয়ার কাছে থামে আইরিশরা।

    আইরিশদের হয়ে ব্যাটিংয়ে হ্যারি টেক্টর আছেন দারুন ছন্দে। সেই সাথে টেস্ট সিরিজে দারুণ করেছেন লরকান টাকার। বোলিংয়ে ক্রেইগ ইয়ং ও মার্ক এইডার রাখতে পারেন বিশেষ অবদান।

    চট্টগ্রাম স্টেডিয়াম বরাবরই ব্যাটিংবান্ধব। এই মাঠে ১ম ইনিংসে গড় রান ১৬০। আগে ব্যাটিংয়ে নামা দল সর্বোচ্চ ৬০ শতাংশ ম্যাচ জেতার রেকর্ড আছে।

    সংক্ষিপ্ত সংস্করণে বাংলাদেশের উত্থান পতন থাকলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের সেরাটা দেয়ার লক্ষ্যেই মাঠে নামবে লিটন বাহিনী।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:38 AM খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল 10:45 PM সশস্ত্র বাহিনীর বঞ্চিত সদস্যদের ন্যায়বিচার নিশ্চিত করবে সরকার: প্রধান উপদেষ্টা 10:43 PM বাড়লো জ্বালানি তেলের দাম 10:41 PM বিপিএল নিলাম: প্রথম পর্ব শেষে কার পকেটে কত টাকা? 10:39 PM বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন 10:36 PM ‘বেগম খালেদা জিয়া বলেছিলেন- প্রধানমন্ত্রী হতে চাই না, চাই দেশের গণতন্ত্র ফিরে আসুক’ 6:42 PM অবিক্রিত মুশফিক-মাহমুদউল্লাহ 6:17 PM যে কারণে জাকের-মাহিদুলকে দলে নিতে বাধ্য হলো নোয়াখালী 6:00 PM গণভোটের তারিখ পরিবর্তন করতে হবে: গোলাম পরওয়ার 5:59 PM ৭৫ লাখ টাকায় লিটনকে স্কোয়াডে টানে রংপুর রাইডার্স