• খেলা

    টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে তাইজুলের ২৫০

      প্রতিনিধি 23 November 2025 , 1:16:57 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    প্রথম বাংলাদেশি হিসেবে টেস্ট ক্রিকেটে অনন্য মাইলফললে নাম লেখালেন তাইজুল ইসলাম। সাদা পোশাকের ক্যারিয়ারে নিজের ঝুলিতে পুরলেন আড়াই’শ উইকেট। চলমান আয়ারল্যান্ড সিরিজে এ অর্জনে নাম লিখিয়েছেন টাইগার বাঁহাতি স্পিনার।

    রোববার (২৩ নভেম্বর) মিরপুর টেস্টের পঞ্চম দিনে মাঠে নামার আগে তাইজুলের ঝুলিতে ছিল ২৪৯ উইকেট। দিনের ১৪তম ওভারে অ্যান্ডি ম্যাকব্রাইনকে লেগ বিফোরের ফাঁদে পেলে ২৫০ উইকেট পূর্ণ করেন তিনি।

    বিজ্ঞাপন

    আগের দিনই সাকিব আল হাসানকে ছাড়িয়ে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটের মালিক বনে গিয়েছিলেন তাইজুল। টাইগার অলরাউন্ডারের তুলনায় ১৯ ইনিংস কম খেলে তাকে পেছনে ফেলেছেন তাইজুল। ৭১ টেস্টে ১২১ ইনিংস বল করে ২৪৬ উইকেট নিয়েছেন সাকিব। ৫৭ টেস্টে ১০২ ইনিংসে ২৫০ উইকেট নিয়েছেন তাইজুল।

    ১০২তম ইনিংসে তার সামনে আরও উইকেট তুলে নেয়ার সুযোগ রয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৭১ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২০১ রান সংগ্রহ করেছে আয়ারল্যান্ড। বাকি ৩ উইকেটও ভাগ বসাতে পারেন তাইজুল। আপাতত ৪ উইকেট নিয়ে তিনি ফাইফারের চেষ্টায় রয়েছেন। প্রথম ইনিংসেও ৪ উইকেট নিয়েছিলেন তিনি।

    এর আগে সিলেটে প্রথম টেস্টে ইনিংস ও ৪৭ রানের ব্যবধানে আয়ারল্যান্ডকে হারিয়েছিল বাংলাদেশ। ওই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৫ উইকেট নিয়েছিলেন তাইজুল। দ্বিতীয় টেস্টে জয়ের পথে রয়েছে টাইগাররা। ৫০৯ রানের পাহাড়সম লক্ষ্যে আইরিশদের সামনে। ২০১ রানের মধ্যে নেই ৭ উইকেট। দিনের বাকি এখনো দুই সেশনের বেশি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:51 PM বাড়িতেই তৈরি করুন-মিঠাই ভরা ভাপা পিঠা 6:41 PM বিমান বাংলাদেশে চাকরি, নিয়োগ করবে ৫৭ জন 6:29 PM বগুড়ায় নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক ২ দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত 6:19 PM কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষ ও গোলাগুলিতে নিহত ১ 5:40 PM রামপুরায় মানবতাবিরোধী অপরাধ: সাফাই সাক্ষ্য ১৩ জানুয়ারি 5:32 PM পাবনা-১ ও ২ আসনে নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত ইসি’র 5:23 PM প্রথম দিনের আপিল শুনানি: ৫২ জনের মনোনয়ন বৈধ করেছে ইসি 5:15 PM গানম্যান পেলেন জোনায়েদ সাকিসহ ৩ জন 4:58 PM ব্যাংক ঋণের চড়া সুদের হার, হঠাৎ কমানো সহজ নয়: অর্থ উপদেষ্টা 4:37 PM বিটিভিতে প্রচার হচ্ছে ‘ব্যাচেলর ডায়েরি’