• রাজনীতি

    কোনো দুর্নীতিবাজকে ভোট দিবেন না: ডা. শফিকুর রহমান

      প্রতিনিধি 22 November 2025 , 5:19:02 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মনে করেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের রাজনৈতিক অধ্যায়ে নতুন এক অধ্যায়ের সূচনা করতে পারে।

    শনিবার (২২ নভেম্বর) দুপুরে ঝালকাঠির নেছারাবাদ মাদরাসা মাঠে আয়োজিত জাতীয় প্রতিনিধি সম্মেলনে তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন হবে স্বচ্ছ, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক, এমনটাই আশা করেন তারা। তিনি কোনো দুর্নীতিবাজকে ভোট দিবেন না বলে ওয়াদা নেন।

    তার ভাষায়, জনগণের ভোটেই প্রকৃত জনপ্রতিনিধি নির্বাচিত হোক, কোনো ধরনের ভয়-ভীতি বা শক্তির প্রদর্শন যেন না থাকে।

    তিনি সতর্ক করে বলেন, যদি কেউ নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়ম বা কেন্দ্র দখলের মতো পরিস্থিতি তৈরি করতে চায়, তবে তার কঠোর জবাব দেওয়া হবে।

    ফ্যাসিবাদ, জুলুম–নিপীড়ন ও বিভেদের রাজনীতির বিরুদ্ধে লড়াই চলবে বলেও ঘোষণা দেন তিনি। একই সঙ্গে তিনি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে ঐক্যের ওপর জোর দেন।

    বিজ্ঞাপন

    সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেন, ইসলামী দলগুলো যদি একসঙ্গে কাজ করতে পারে এবং নির্বাচনে সমন্বিতভাবে অংশ নেয়, তবে দেশের রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে।

    এ ছাড়া বক্তব্য দেন, খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিদ আজাদ, জাতীয় নাগরিক পার্টির সাধারণ সম্পাদক আখতার হোসেন, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদসহ আরও অনেকে।

    বক্তাদের মতে, ইসলামী রাজনৈতিক দলগুলোর ঐক্য গড়ে উঠলে জাতীয় নির্বাচনে সাফল্যের সম্ভাবনা অনেক বেড়ে যায়। জনগণই দেশের গতিপথ নির্ধারণ করবে, এমনটিও তারা উল্লেখ করেন।

    নেছারাবাদী হুজুর মাওলানা খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে হাজারো ধর্মপ্রাণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নেছারাবাদ দরবার শরীফের বার্ষিক ওয়াজ মাহফিলের দ্বিতীয় দিনের আয়োজনের অংশ হিসেবেই এই প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:55 PM মতপার্থক্য যেন মতবিভেদে পরিণত না হয় : তারেক রহমান 1:34 PM সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন তারেক রহমান 1:07 PM ইসিতে প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা 11:44 AM নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে মার্কিন শীর্ষ কর্মকর্তাদের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা 11:00 AM মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ আটক ৩ 10:57 AM ইরানের রাজধানীতে গুলিতে ২০০ জনের বেশি বিক্ষোভকারী নিহত 10:53 AM প্রার্থিতা বাতিলের আপিল শুনানি শুরু, প্রথম দিন শুনানি হবে ৭০টি 10:51 AM নিবন্ধিত দলের মধ্যে নির্বাচনে অংশ নিচ্ছে না ৯ দল 11:01 PM তারেক রহমানের উত্তরবঙ্গ সফর স্থগিত 10:34 PM বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান