প্রতিনিধি 10 September 2025 , 6:15:01 প্রিন্ট সংস্করণ
রাজধানীর মোহাম্মদপুরে তিন ঘণ্টার ব্যবধানে ছিনতাইকারী সন্দেহে পৃথক দুটি গণপিটুনির ঘটনায় দুজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। নিহত দুজন হলেন হানিফ (২২) ও সুজন (২৩)।
পুলিশ জানায়, বুধবার (১০ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে নবীনগর হাউজিংয়ের ১৬ নম্বর সড়ক দিয়ে যাওয়ার সময় মুরগি বোঝাই একটি গাড়ি আটকে ছিনতাইয়ের চেষ্টার সময় স্থানীয় মানুষেরা দুজনকে আটক করে গণপিটুনি দেন। এতে ঘটনাস্থলে হানিফ নামের একজনের মৃত্যু হয়। আর শরীফ (২২) নামের আহত একজনকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
অপর ঘটনাটি ঘটে সাড়ে ৩ ঘণ্টা পর সকাল ৭টার দিকে একই এলাকার ১১ নম্বর সড়কে ছিনতাইকারী সন্দেহে দুজনকে আটক করে গণপিটুনি দেন স্থানীয়রা। এতে সুজন নামের একজন নিহত হন এবং ফয়সাল (২৩) নামের একজন আহত হন। ফয়সাল হাসপাতালে ভর্তি আছেন।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিকুল আহমেদ গণমাধ্যমকে বলেন, নিহত দুজনেই পেশাদার অপরাধী। স্থানীয় মানুষদের গণপিটুনিতে তাদের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।