
প্রতিনিধি 16 November 2025 , 2:30:45 প্রিন্ট সংস্করণ

জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ হত্যা মামলায় ১৪ তম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। এদিন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ দুইজন সাক্ষ্য দেন।

এদিন আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানোর ঘটনায় ডিএনএ পরীক্ষায় শনাক্ত হওয়া আব্দুলের মরদেহ কবর থেকে তুলে তার পরিবারকে বুঝিয়ে দেয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল-২। একইসঙ্গে শহীদের তালিকায় তার নাম ওঠানোর নির্দেশও দেয়া হয়েছে।
এদিকে, ট্রাইব্যুনাল-১ এ রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়ীতে জঙ্গিবিরোধী অভিযানের নামে ৯ জনকে গুলি করে হত্যার ঘটনায় ২২ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় দিয়েছেন ট্রাইব্যুনাল-১।
জুলাই মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এদিন সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে ট্রাইব্যুনালে আনা হয়। তার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনও ২২ জানুয়ারির মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।