• রাজনীতি

    রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের

      প্রতিনিধি 16 November 2025 , 1:23:55 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    গণতন্ত্র প্রতিষ্ঠার প্রশ্নে দেশের সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    রোববার (১৬ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় তিনি এ আহ্বান জানান।

    সভায় মির্জা ফখরুল বলেন, দেশের রাজনীতি বর্তমানে গভীর বিভ্রান্তি ও জটিলতার মধ্য দিয়ে যাচ্ছে। অন্তর্বর্তী সরকার সবার সমর্থনে গঠিত হলেও রাজনৈতিক কাঠামো পুনর্গঠনের যে চেষ্টা করা হয়েছে, তা কতদূর এগিয়েছে-সেটি এখনো পরিষ্কার নয়।

    তিনি আরও বলেন, হতাশা ও অনিশ্চয়তার মধ্যেও আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু একটি মহল দেশজুড়ে অস্থিরতা সৃষ্টি করে এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।

    নির্বাচন বিলম্ব না করে প্রক্রিয়াকে সমর্থন দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, জনগণের ভোটাধিকারের প্রতিফলন নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নয়; নির্বাচিত সরকার ছাড়া এসব সংকটের সমাধান সম্ভব নয়। তাই নির্বাচিত সরকার দরকার।

    বিজ্ঞাপন

    তিনি বলেন সোমবার (১৭ নভেম্বর) ফ্যাসিস্ট শেখ হাসিনার রায় ঘোষণা নিয়ে একটি মহল দেশে অরাজকতা তৈরির চেষ্টা করছে। সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।

    রোববার (১৬ নভেম্বর) মওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

    মির্জা ফখরুল বলেন, স্বৈরাচার শেখ হাসিনার মামলার রায় নিয়ে দেশে আতঙ্ক তৈরির চেষ্টা করা হচ্ছে। হতাশা, বিভ্রান্তি ও অনিশ্চয়তার মধ্যেও নির্বাচনের নিশ্চয়তা দেখা যাচ্ছে। যদিও কিছু গোষ্ঠী নানা দাবির নামে ভোট বিলম্বিত করতে চায়।

    এ সময় সময় বিলম্ব না করে নির্বাচন প্রক্রিয়াকে সমর্থন জানাতে রাজনৈতিক দলগুলোর প্রতিও আহ্বান জানান তিনি।

    মওলানা ভাসানীর আদর্শ স্মরণ করে মির্জা ফখরুল বলেন, তিনি স্বাধীনতা আর কল্যাণমূলক রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন, কিন্তু তা বাস্তবায়িত হতে দেখেননি। ভাসানীর সঙ্গে বিএনপির ঐতিহাসিক সম্পর্কের কথাও তুলে ধরে তিনি বলেন, ভাসানী বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে আশীর্বাদ করেছিলেন এবং মশিউর রহমান যাদু মিয়াকে তার সঙ্গে কাজ করার পরামর্শ দিয়েছিলেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    9:00 PM ক্রীড়া উপদেষ্টার বক্তব্য আইসিসির আনুষ্ঠানিক কোনো জবাব নয়: বিসিবি 8:36 PM এমন একটি দেশে ফিরে আসতে পেরে আমি ও আমার স্ত্রী আনন্দিত: ব্রেন্ট ক্রিস্টেনসেন 8:09 PM নির্বাচন ডাকাতি আর যেন না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা 7:48 PM বিতর্কিত তিন নির্বাচন নিয়ে তদন্ত কমিশনের প্রতিবেদন জমা 7:27 PM ইরানে সরকারের পক্ষে রাজপথে লাখো মানুষের ঢল 7:09 PM দুদকে তদন্তকাজের গতিশীলতায় ১৫ বিশেষ টিম গঠন 6:41 PM মুস্তাফিজকে বাদ দেয়াসহ আইসিসির ৩ সুপারিশ 6:38 PM চার দেশের বাংলাদেশ মিশনের প্রেস সচিবকে দেশে ফিরে আসার নির্দেশ 5:21 PM ভারতের কোনো জায়গাতেই খেলার পরিবেশ নেই: ক্রীড়া উপদেষ্টা 4:57 PM স্বতন্ত্র প্রার্থীদের মাঠছাড়া করতে পরিকল্পিত চেষ্টা চলছে