
প্রতিনিধি 14 November 2025 , 8:39:06 প্রিন্ট সংস্করণ

গত সপ্তাহে টানা ৩ বার উত্থানের পর বিশ্ববাজারে স্বর্ণের দাম সামান্য কমেছে। ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার কমানো নিয়ে রিজার্ভ কর্মকর্তাদের কড়াকড়ি মন্তব্যের পর বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা অস্থিরতা দেখা দিয়েছে। এতে স্বর্ণের উত্থানে কিছু ভাটা পড়ে। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে-আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স।
শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১০টা ৪৪ মিনিটে (গ্রিনিজ টাইম) স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ০ দশমিক ১ শতাংশ কমে ৪ হাজার ১৬৬ দশমিক ৯১ ডলারে দাঁড়িয়েছে। যদিও সেশনের শুরুতে দাম ৪ হাজার ২১১ দশমিক ৬ ডলারে উঠেছিল। তবে সপ্তাহিক হিসাবে এখন পর্যন্ত স্বর্ণের দাম ৪ দশমিক ২ শতাংশ বেড়েছে।

একই সময়ে ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার ০ দশমিক ৬ শতাংশ কমে ৪ হাজার ১৭০ দশমিক ১০ ডলারে লেনদেন হয়েছে। এর আগে গত সোমবার (১০ নভেম্বর) স্বণের দাম সর্বকালের সর্বোচ্চ ৪ হাজার ৩৮১ দশমিক ২১ ডলারে পৌঁছায়, এতে চলতি বছর মূলবান এই ধাতুর মূল্য ৬০ শতাংশের বেশি বৃদ্ধি পায়।
তবে একদিন পরই মঙ্গলবার (১১ নভেম্বর) স্বর্ণের দাম ৫ দশমিক ৩ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ১৩০ দশমিক ৪০ ডলারে নেমে আসে। বিশেষজ্ঞরা বলছেন, ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তায় মার্কিন ডলার দুর্বল হওয়া, কেন্দ্রীয় ব্যাংকগুলোর অব্যাহত স্বর্ণ ক্রয়, বিনিয়োগকারীদের শক্তিশালী চাহিদা এবং যুক্তরাষ্ট্রের সুদের হার কমানোর প্রত্যাশায় বিনিয়োগকারীরা ঝুঁকিমুক্ত সম্পদের দিকে ঝুঁকছেন।