প্রতিনিধি 9 September 2025 , 4:27:09 প্রিন্ট সংস্করণ
জরুরি নিরাপত্তা পরিস্থিতির কারণে নেপালে অবস্থানরত সব বাংলাদেশি নাগরিককে ঘর অথবা হোটেলে অবস্থান করার জন্য অনুরোধ করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) নেপালে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বার্তায় এ অনুরোধ জানায়।
বার্তায় বলা হয়েছে, জরুরি নিরাপত্তা পরিস্থিতির কারণে নেপালে অবস্থানরত সব বাংলাদেশি নাগরিককে ঘর বা হোটেলে অবস্থান করার জন্য অনুরোধ করা হচ্ছে। একই সঙ্গে বাংলাদেশি নাগরিকদের নেপাল ভ্রমণ না করতে অনুরোধ করা হয়েছে।
জরুরি পরিস্থিতিতে উল্লেখিত নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। মো. সাদেক- +৯৭৭ ৯৮০৩৮৭২৭৫৯, সারদা- +৯৭৭ ৯৮৫১১২৮৩৮১
উল্লেখ্য, নেপালে ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের প্রতিবাদ ও দুর্নীতির বিরুদ্ধে তরুণেরা বিক্ষোভ করেন। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধা পেরিয়ে পার্লামেন্ট প্রাঙ্গণে ঢুকে পড়েন। তখন বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস, জলকামান, রাবার বুলেট ও ফাঁকা গুলি ছোড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।