• রাজনীতি

    নির্বাচনের দিনে গণভোটের বিষয়ে যা বলল জামায়াত

      প্রতিনিধি 13 November 2025 , 5:46:47 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    জাতীয় সংসদ নির্বাচনের দিনে গণভোটের আয়োজন করা হবে বলে জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেওয়া ঘোষণায় প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

    বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এ প্রতিক্রিয়া জানান।

    তিনি বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভাষণে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের ঘোষণায় সংকটমুক্ত স্বচ্ছ নির্বাচনের আশা করেছিলাম, কিন্তু সেখানে সেই সংকট রয়েই গেল।

    গোলাম পরওয়ার বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং আদেশের ওপর নভেম্বর মাসেই গণভোট আয়োজনসহ পাঁচ দফা গণদাবি বাস্তবায়নের লক্ষে চলমান ও ঘোষিত আট দলীয় কর্মসূচি অব্যাহত থাকবে।

    বিজ্ঞাপন

    জামায়াত সেক্রেটারি বলেন, এ বিষয়ে সন্ধ্যায় দলের নির্বাহী পরিষদ বৈঠকে বিস্তারিত আলোচনার পর পরবর্তী প্রতিক্রিয়া দেওয়া হবে এবং আন্দোলনরত আট দলের শরিকরাও নিজ নিজ ফোরামে বিষয়গুলো পর্যালোচনা করবেন। পরবর্তীতে ১৬ নভেম্বর আট দলের শীর্ষ নেতারা বৈঠক করে পরবর্তী করণীয় ও প্রতিক্রিয়া ব্যক্ত করবেন। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত আট দলের আগের কর্মসূচি বহাল থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

    তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা জনগণের অভিপ্রায় ও জন দাবি উপেক্ষা করে একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন দিয়েছেন। এতে একটা সংকট তৈরি হবে। কারণ-গণভোটের আগে ভোটারদের জানা দরকার যে, কি কি সংস্কার হলো এবং কি কি সংশোধনী হয়েছে। সে বিষয়ে একটা মাইন্ডসেট তৈরি করার পরই জণগণ হ্যা বা না ভোট দেবে। কিন্তু এখন সেই বিষয়গুলো না বুঝেই একই দিনে দুটি ভোট দিতে হবে।

    গোলাম পরওয়ার বলেন, আমরা সরকারকে বারবার অনুরোধ করেছি, যুক্তি দেখিয়েছি যে, যেকোন নির্বাচনে কমবেশি সহিংসতা হয়ে আসছে। তাই কোন কারণে দুই পাঁচটা কেন্দ্র বন্ধ বা ভোট স্থগিত হয়ে গেলে গণভোটের কি হবে? এর কোন জবাব নেই। যে সংকট নিরসনে জামায়াতসহ ইসলামী দেশপ্রেমিক আট দল দাবি করে আসছি যে, এই ভোট জাতীয় নির্বাচনের আগে দিতে হবে। তাহলে পরবর্তীতে আদালত বা আইনি ভিত্তি নিয়ে কোন প্রশ্ন উঠবে না। সেই সংকট রয়েই গেল, নিরসন হলো না।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:39 PM গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে বিএনপি: নজরুল ইসলাম খান 7:01 PM মানবতাবিরোধী অপরাধ: শেখ হাসিনার মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ 6:41 PM জাতীয় সংসদ নির্বাচন: চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন 6:40 PM আফগানিস্তানের দায়িত্ব নিতে বিপিএল ছাড়লেন ঢাকার কোচ 6:21 PM ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২ হাজার 6:01 PM আইসিসির সাথে ভিডিও কনফারেন্স বিসিবির, যে সিদ্ধান্ত জানালো বোর্ড 5:58 PM জেনে নিন-মটরশুঁটি খাওয়ার উপকারিতা 5:47 PM ‘স্বপ্নের’ প্রাসাদ বিক্রি করছেন রোনালদো 5:31 PM বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে চাকরি 5:22 PM ২৪ ব্যবসায়ীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ