...
আন্তর্জাতিক

বন্যা পরিদর্শনে গিয়ে গ্রামবাসীর কাঁধে চড়ে বসলেন ভারতীয় সংসদ সদস্য

  প্রতিনিধি 8 September 2025 , 7:10:11 প্রিন্ট সংস্করণ

ছবি: সংগৃহীত

ভারতের বিহারে বন্যা দুর্গত এলাকা ঘুরতে গিয়ে গ্রামবাসীর কাঁধে চড়ে বসেছেন দেশটির এক সংসদ সদস্য। তার নাম তারিক আনোয়ার। মূলত কংগ্রেসের এই সংসদ সদস্য অসুস্থ হয়ে পড়ায় একপর্যায়ে গ্রামবাসীরা তাকে পিঠে তুলে নিয়ে জলাবদ্ধ এলাকা পার করান।

এদিকে ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়ায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে বিতর্ক। সোমবার (৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। সংবাদমাধ্যমটি বলছে, বিহারের কাটিহারে বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে অস্বস্তি বোধ করায় কংগ্রেস সংসদ সদস্য তারিক আনোয়ারকে স্থানীয় গ্রামবাসীরা কাঁধে তুলে নিয়েছিলেন।

ঘটনাটির একটি ভিডিও ছড়িয়ে পড়ায় রাজনৈতিক বিতর্ক তৈরি হলেও কংগ্রেস নেতার পক্ষ থেকে বলা হয়েছে, তিনি অসুস্থ থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। কাটিহার থেকে নির্বাচিত এমপি আনোয়ার দুই দিনের সফরে বন্যাকবলিত এলাকা ঘুরে দেখেন। এ সময় তিনি ট্রাক্টর, নৌকা ও মোটরসাইকেলসহ নানা যান ব্যবহার করে দুর্গতদের সঙ্গে দেখা করেন। তবে একটি ভিডিওতে দেখা যায়, গ্রামবাসীরা তাকে পিঠে তুলে জলাবদ্ধ জমি পার করছেন।

কাটিহার জেলা কংগ্রেস সভাপতি সুনীল যাদব এনডিটিভিকে বলেন, “আমরা ট্রাক্টর, নৌকা ও বাইক ব্যবহার করেছি। কিন্তু একপর্যায়ে আমাদের ট্রাক কাদায় আটকে যায়, প্রায় দুই কিলোমিটার হেঁটে যেতে হয়। প্রচণ্ড গরমে আনোয়ার সাহেবের মাথা ঘুরছিল। তখনই গ্রামবাসীরা ভালোবাসা থেকে তাকে তুলে নেন।”

ভিডিওতে দেখা যায়, একজন গ্রামবাসী তাকে পিঠে নিয়েছেন, পেছন থেকে অন্যরা ধরে রেখেছেন যেন পড়ে না যান। একজন পুলিশ কর্মকর্তাকেও সহায়তা করতে দেখা যায়।আনোয়ার নিজে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ছবি ও ভিডিও শেয়ার করে বন্যাদুর্গত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং সরকারের কাছে দ্রুত ত্রাণ সহায়তার আবেদন জানিয়েছেন।

অন্য এক ছবিতে দেখা যায়, তিনি হাঁটছেন আর পুলিশ কর্মকর্তা ও অন্য এক ব্যক্তি ছাতা ধরে তাকে রোদ থেকে বাঁচাচ্ছেন। আরেকটি ভিডিওতে তাকে ট্রাক্টরে বসে থাকতে এবং সেখানেও চারপাশে ছাতা ধরা মানুষ দেখা যায়।

বিহারের গঙ্গা, কোসি, গণ্ডক ও ঘাঘরা নদীর পানির স্তর বিপৎজনক অবস্থায় থাকায় বিহারের বন্যা পরিস্থিতি এখনও সংকটজনক বলে সংবাদমাধ্যমে উল্লেখ করা হয়েছে।

আরও খবর

Sponsered content

সর্বশেষ সংবাদ
7:10 PM বন্যা পরিদর্শনে গিয়ে গ্রামবাসীর কাঁধে চড়ে বসলেন ভারতীয় সংসদ সদস্য 7:01 PM নেপালে নিরাপত্তা বাহিনীর গুলিতে সহিংসতা, নিহত বেড়ে ১৬ 6:59 PM মেট্টোরেলে নিয়োগ পরীক্ষা: চাকরি পেলেন ৮০ জন 6:53 PM ডাকসু নির্বাচনে হস্তক্ষেপের প্রশ্নই আসে না: সেনাবাহিনী 5:45 PM দুর্গাপূজা উপলক্ষে ভারতে যাচ্ছে ১২’শ টন ইলিশ 5:43 PM নিউজার্সি থেকে ৫ বছর পর দেশে ফিরলেন শাবানা 5:41 PM কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও তাঁর মায়ের মরদেহ উদ্ধার 5:15 PM ‘রাত থেকে প্রচুর রিপোর্ট মারা হচ্ছে,’ ফেসবুক পোস্টে উমামার অভিযোগ 4:44 PM ৩৩ হাজার পূজা মণ্ডপ, বসানো যাবে না মদ-গাঁজার আসর: স্বরাষ্ট্র উপদেষ্টা 4:31 PM সিরাজগঞ্জে র‍্যাবের ভয়ে নদীতে ঝাঁপ দেয়ায় যুবকের মৃত্যু
Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.