• আন্তর্জাতিক

    দিল্লির বিস্ফোরণে সন্দেহভাজন ব্যক্তির ছবি প্রকাশ

      প্রতিনিধি 11 November 2025 , 11:59:33 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিস্ফোরণে কমপক্ষে ১৩ জন নিহত এবং আরও ২০ জন আহত হন। মঙ্গলবার (১১ নভেম্বর) সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এসব খবর জানা যায়।

    ১৯৮৯ সালের ২৪ ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় জন্মগ্রহণকারী উমর, আল ফালাহ মেডিকেল কলেজে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ডা. আদিল আহমেদ রাঠের এবং ডা. মুজাম্মিল শাকিলের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। সোমবার জম্মু ও কাশ্মীর এবং হরিয়ানার পুলিশ দল বিস্ফোরক দ্রব্য রাখার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই চিকিৎসককে গ্রেফতার করে।

    ড. উমর তার সহযোগীদের গ্রেফতারের খবর পেয়ে ফরিদাবাদ থেকে পালিয়ে যান। সূত্র জানায়, তিনি আতঙ্কিত হয়ে বিস্ফোরণ ঘটান। আরও দুই সহযোগীর সঙ্গে তার এই আক্রমণের পরিকল্পনা ছিল এবং গাড়িতে একটি ডেটোনেটর স্থাপন করেন তিনি।

    এর আগে বিস্ফোরণের তদন্ত করতে গিয়ে সিসিটিভি ভিডিওগুলোতে লালকেল্লার কাছে বিস্ফোরণের সময় সাদা হুন্দাই আই২০ গাড়িটি দেখা যায়। গাড়িটি দুর্গের কাছে পার্কিং লটে তিন ঘণ্টারও বেশি সময় ধরে পার্ক করা ছিল। সেটি বিকেল ৩টা ১৯ মিনিটে প্রবেশ করে এবং সন্ধ্যা সাড়ে ৬টায় বেরিয়ে যায়।

    প্রাথমিক তদন্তে দেখা গেছে, হামলায় ব্যবহৃত গাড়িটি একাধিকবার হাতবদল হয়। সূত্র অনুসারে, কয়েকবার হাতবদল হয়ে এটি উমরের কাছে পৌঁছায়।

    বিজ্ঞাপন

    এক ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের কয়েক মিনিট আগে এক মুখোশধারী ব্যক্তি হুন্দাই আই২০ গাড়ি চালিয়ে এগিয়ে আসছেন।

    সূত্র জানায়, প্রায় এক মিনিটের একটি ভিডিওতে দেখা যাচ্ছে, সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলাকারীর হাত জানালায় রেখে গাড়িটি পার্কিং লটে প্রবেশ করছে।

    সূত্র জানিয়েছে, সন্দেহভাজন আত্মঘাতী বোমারু গাড়িটি পার্ক করার সময় এক সেকেন্ডের জন্যও গাড়ি থেকে বের হয়নি। তারা জানিয়েছে, সে হয় কারও জন্য অপেক্ষা করছিল অথবা পার্কিং লটে নির্দেশের অপেক্ষা করছিল।

    এদিকে, এই বিস্ফোরণকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে তদন্ত করা হচ্ছে বলে জানা গেছে। ফরেনসিক প্রমাণ এবং গোয়েন্দা তথ্যে সম্ভাব্য সন্ত্রাসী যোগসূত্রের ইঙ্গিত পাওয়ার পর দিল্লি এবং নিকটবর্তী অন্যান্য রাজ্যগুলোতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

    সোমবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে বিস্ফোরণটি ঘটে। এতে ছিন্নভিন্ন দেহ এবং ভাঙা গাড়িগুলো ব্যস্ত এলাকায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের মতে, মাটিতে পড়ে থাকা মৃতদেহ এবং ছিন্নভিন্ন দেহাবশেষ দেখা যায়।

    বিস্ফোরণের কিছুক্ষণ পরেই, বিপুল সংখ্যক নিরাপত্তা কর্মী এলাকাটি ঘিরে ফেলে এবং বেশ কয়েকজন আহত ব্যক্তিকে বহনকারী অ্যাম্বুলেন্সগুলো নিকটবর্তী লোকনায়ক হাসপাতালে (এলএনজেপি) পৌঁছায়।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:38 AM খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল 10:45 PM সশস্ত্র বাহিনীর বঞ্চিত সদস্যদের ন্যায়বিচার নিশ্চিত করবে সরকার: প্রধান উপদেষ্টা 10:43 PM বাড়লো জ্বালানি তেলের দাম 10:41 PM বিপিএল নিলাম: প্রথম পর্ব শেষে কার পকেটে কত টাকা? 10:39 PM বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন 10:36 PM ‘বেগম খালেদা জিয়া বলেছিলেন- প্রধানমন্ত্রী হতে চাই না, চাই দেশের গণতন্ত্র ফিরে আসুক’ 6:42 PM অবিক্রিত মুশফিক-মাহমুদউল্লাহ 6:17 PM যে কারণে জাকের-মাহিদুলকে দলে নিতে বাধ্য হলো নোয়াখালী 6:00 PM গণভোটের তারিখ পরিবর্তন করতে হবে: গোলাম পরওয়ার 5:59 PM ৭৫ লাখ টাকায় লিটনকে স্কোয়াডে টানে রংপুর রাইডার্স