...
রাজনীতি

‘রাত থেকে প্রচুর রিপোর্ট মারা হচ্ছে,’ ফেসবুক পোস্টে উমামার অভিযোগ

  নিজস্ব প্রতিবেদক 8 September 2025 , 5:15:18 প্রিন্ট সংস্করণ

উমামা ফাতেমা। ফাইল ছবি

ডাকসু নির্বাচনে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা গতকাল রোববার রাত থেকে তাঁর ফেসবুক আইডিতে ‘প্রচুর পরিমাণে রিপোর্ট মারা হচ্ছে’ বলে অভিযোগ করেছেন।

সোমবার (৯ সেপ্টম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ অভিযোগ করেছেন ভিপি প্রার্থী উমামা ফাতেমা। তিনি বলেন, ‘অনেক প্রার্থীর আইডি অলরেডি গায়েব করে দেওয়া হয়েছে। হল সংসদ কিংবা সেন্ট্রাল, যাদেরই প্রতিপক্ষ মনে করা হচ্ছে, তাদের এভাবে রিপোর্ট মারা হচ্ছে।’

ওই পোস্টে উমামা ফাতেমা আরও লেখেন, ‘ডাকসুর শুরু থেকেই আমার আইডিতে রিপোর্ট মেরে রিচ কমিয়ে দেওয়া হয়েছে। এখন আইডিটাও গায়েব করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।’

উমামা ফাতেমা পোস্টে আরও লেখেন, ‘এসব কারা করছেন ও কেন করছেন, তা আমরা সবাই জানি। আপনারা নেতৃত্বে আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে কেমন নিরাপদ থাকবে, ভিন্নমতের মানুষেরা কীভাবে মতপ্রকাশ করবে, তা আগে থেকেই বোঝা যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক সচেতন। এভাবে নোংরামি করে আর যা–ই হোক ভোটে জেতা যাবে না।’

ছাত্রদল–সমর্থিত প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী আবিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক ( জিএস) প্রার্থী শেখ তানভীর বারী হামীম ও সহসাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী তানভীর আল হাদী তাঁদের ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেন।

আরও খবর

Sponsered content

সর্বশেষ সংবাদ
5:15 PM ‘রাত থেকে প্রচুর রিপোর্ট মারা হচ্ছে,’ ফেসবুক পোস্টে উমামার অভিযোগ 4:44 PM ৩৩ হাজার পূজা মণ্ডপ, বসানো যাবে না মদ-গাঁজার আসর: স্বরাষ্ট্র উপদেষ্টা 4:31 PM সিরাজগঞ্জে র‍্যাবের ভয়ে নদীতে ঝাঁপ দেয়ায় যুবকের মৃত্যু 3:52 PM নেপালে বিক্ষোভে ভয়াবহ সহিংসতা, রাজধানীতে সেনা মোতায়েন : নিহত ৮ 3:35 PM ‘আইএমএফ থেকে ২ বিলিয়ন আনতেই জান বের হয়ে যায়’ 3:18 PM রিট খারিজ, ভিপি প্রার্থীতা ফিরে পাচ্ছেন না জুলিয়াস সিজার 3:13 PM ভারত-পাকিস্তান ম্যাচে আম্পায়ার বাংলাদেশের মাসুদ 3:04 PM ইয়েমেনে ফের হামলা চালাল সৌদি আরব 3:01 PM ফেসবুকে আইভীর কারামুক্তির খবর, আইনজীবীরা বললেন গুজব 2:37 PM ছাত্রদল ও শিবির সমর্থিত প্যানেলের কয়েক প্রার্থীর ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবেল
Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.