• রাজনীতি

    গণভোট সংবিধানে নেই, কথায় কথায় রাস্তায় নামবেন না: আমীর খসরু

      প্রতিনিধি 8 November 2025 , 6:55:39 প্রিন্ট সংস্করণ

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘কথায় কথায় রাস্তায় নামার প্রবণতা থেকে রাজনৈতিক দলগুলোকে বিরত থাকতে হবে। এ ছাড়াও বর্তমান সংবিধানে গণভোটের কোনো বিধান নেই। ভবিষ্যতে সংসদের মাধ্যমে তা সংযোজনের উদ্যোগ নেয়া যেতে পারে।’

    বিজ্ঞাপন

    শনিবার (৮ নভেম্বর) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ‘জনতার ইশতেহার’ শীর্ষক এক ডায়লগে তিনি এসব কথা বলেন। আমীর খসরু বলেন, ‘দাবি মানল না বলে কথায় কথায় রাস্তায় নামলে সংঘাতের ঝুঁকি বাড়বে। যদি বড় রাজনৈতিক দল পালটা কর্মসূচি দেয়, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠবে। রাজনৈতিক সমস্যার সমাধান সংলাপের মাধ্যমেই আসা উচিত।’

    তিনি আরও বলেন, ‘আমাদের রাজনীতিতে এক ধরনের স্বৈরাচারী মানসিকতা গড়ে উঠেছে-ঐক্যমতের বাইরে কিছু বলা যায় না। আমাদের ৩১ দফার অনেক প্রস্তাব এখনো ঐক্যমতের বাইরে, তাই বলে কি আমি রাস্তায় নামবো? না, আমি জনগণের কাছে যাব।’

    অর্থনীতি প্রসঙ্গে বলেন, ‘বিএনপির সময়ে কখনও শেয়ারবাজার ধসে পড়েনি। অর্থনীতি ছিল শক্ত অবস্থানে। আমরা প্রাইভেট সেক্টরকে অগ্রাধিকার দিই এবং জনগণকে ক্ষমতায়ন করি। দলের ক্ষমতায়ন নয়, জনগণের ক্ষমতায়নই আমাদের লক্ষ্য। বিএনপি ক্ষমতায় এলে প্রাথমিক স্বাস্থ্যসেবা ঘরে ঘরে পৌঁছে দেয়া হবে এবং উদ্যোক্তারা বাড়ি থেকেই ব্যবসার লাইসেন্স নিতে পারবেন’।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    8:02 PM সিলেটে মাজার জিয়ারত করে, নির্বাচনী প্রচারণায় নামবেন তারেক রহমান 7:51 PM ভোটে ‘হ্যাঁ’ বিজয়ী করতে, সারাদেশে ‘অ্যাম্বাসেডর’ দিবে এনসিপি 7:35 PM তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ 6:51 PM বাড়িতেই তৈরি করুন-মিঠাই ভরা ভাপা পিঠা 6:41 PM বিমান বাংলাদেশে চাকরি, নিয়োগ করবে ৫৭ জন 6:29 PM বগুড়ায় নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক ২ দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত 6:19 PM কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষ ও গোলাগুলিতে নিহত ১ 5:40 PM রামপুরায় মানবতাবিরোধী অপরাধ: সাফাই সাক্ষ্য ১৩ জানুয়ারি 5:32 PM পাবনা-১ ও ২ আসনে নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত ইসি’র 5:23 PM প্রথম দিনের আপিল শুনানি: ৫২ জনের মনোনয়ন বৈধ করেছে ইসি