
প্রতিনিধি 8 November 2025 , 5:21:45 প্রিন্ট সংস্করণ

রাজধানীর পল্লবীর-কালশী এলাকায় সড়ক দুর্ঘটনায় সৈয়দ হেলাল হোসেন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি পেশায় ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন। শনিবার (৮ নভেম্বর) বেলা ১১টার দিকে পল্লবী-কালশী রোডে দুর্ঘটনাটি ঘটে। স্বজনরা মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়ার পর দায়িত্বরত চিকিৎসক বেলা ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ব্যক্তির মেয়ের জামাতা রায়হান মিয়া জানান, তার শ্বশুরবাড়ি নোয়াখালী বেগমগঞ্জ উপজেলায়। বাবার নাম মৃত মোখলেছুর রহমান। বর্তমানে বনানী মহাখালী কড়াইল আদর্শ নগর এলাকায় স্ত্রী ও ৩ সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন তিনি।

তিনি আরও জানান, সকালে কড়াইলের বাসা থেকে কাজের উদ্দেশ্যে বের হন হেলাল। দুপুর সাড়ে ১২টার দিকে মোবাইল ফোনে জানতে পারেন কালশী এলাকায় রাস্তা পারাপারের সময় কোনো এক গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন তিনি। ওই সময় পথচারীরা তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে গিয়ে শ্বশুরকে মুমূর্ষু অবস্থায় পান তিনি।
পরে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে জানান। তবে কোন যানবাহনের সঙ্গে দুর্ঘটনা ঘটেছে তা জানেন না রায়হান।
এ দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।