
প্রতিনিধি 6 November 2025 , 5:27:31 প্রিন্ট সংস্করণ

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে এ অনুমোদন হয়। আগামী বছর ২৮ দিন সরকারি ও নির্বাহী আদেশের ছুটি। যার মধ্যে ৯ দিন শুক্র ও শনিবার পড়ায় মূল ছুটির সংখ্যা হবে ১৯।

বৃহস্পতিবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। সেখানেই ছুটির তালিকা অনুমোদন হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের কাছে বৈঠকের সিদ্ধান্ত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।