• শিরোনাম

    আগামী সপ্তাহ থেকেই বাড়বে ঠান্ডা, ডিসেম্বরে তীব্র শৈত্যপ্রবাহের শঙ্কা

      প্রতিনিধি 3 November 2025 , 8:58:56 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    দেশের উত্তরাঞ্চলে আগামী ১০ নভেম্বর থেকেই শীতের প্রাথমিক আমেজ অনুভূত হতে পারে। তবে মাসের শেষ দিক থেকেই সারাদেশে শীত জেঁকে বসবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

    গতকাল রোববার (২ নভেম্বর) তিন মাসের দীর্ঘ মেয়াদী পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এবারের শীতে দেশের বিভিন্ন অঞ্চলে মোট ১০টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে ২ থেকে ৩টি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এই তীব্র শৈত্যপ্রবাহের প্রভাবে ডিসেম্বর মাসে শীতের প্রকোপ সবচেয়ে বেশি থাকবে।

    বিজ্ঞাপন

    আবহাওয়াবিদ মো. মমিনুল ইসলাম জানান, এই সময়ে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এছাড়া বঙ্গোপসাগরে ২ থেকে ৪টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে ২টি নিম্নচাপে পরিণত হতে পারে এবং একটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ারও সম্ভাবনা রয়েছে।

    এই তিন মাসে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল, মধ্যাঞ্চল ও নদ-নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। অন্যত্র থাকবে হালকা কুয়াশা।

    আবহাওয়াবিদ মো. মমিনুল ইসলাম আরও বলেন, “দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেলেও তা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে। তবে ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে আসবে। এই প্রভাবেই শীতের অনুভূতি তীব্র হবে।”

    সব মিলিয়ে, আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এই বছর বাংলাদেশে ৪ থেকে ৭টি মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ এবং ২ থেকে ৩টি তীব্র শৈত্যপ্রবাহ সহ মোট ১০টি শৈত্যপ্রবাহের জন্য প্রস্তুতি নিতে হবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:15 PM আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশের ব্যাটিং কোচ আশরাফুল 11:09 PM এনসিপির শীর্ষ নেতারা কে কোথায় নির্বাচন করবেন 9:21 PM ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ 9:15 PM জামায়াত আমিরের প্রতিদ্বন্দ্বী হচ্ছেন বিএনপির মিল্টন 8:04 PM বিএনপির হেভিওয়েট প্রার্থীরা কে কোথায় লড়বেন 6:57 PM বিমানবন্দরে ধরা পরলো ভুয়া কাস্টমস অফিসার 6:27 PM যে আসন থেকে লড়বেন তারেক রহমান 6:16 PM বগুড়া, দিনাজপুর ও ফেনী থেকে নির্বাচন করবেন খালেদা জিয়া 5:59 PM ২৩৭ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা 5:49 PM যুক্তরাষ্ট্র থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ৬০ হাজার ৮০২ টন গম