• আন্তর্জাতিক

    আফগানিস্তানে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

      প্রতিনিধি 3 November 2025 , 8:13:20 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আফগানিস্তানের উত্তরাঞ্চলে আঘাত হেনেছে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প। যুক্তরাষ্ট্রের ভূতাত্তিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রোববার ও সোমবারের মাঝামাঝি সময়ে খোলমের হিন্দু কুষ অঞ্চলের মাজার-ই-শরীফ শহরের কাছে ভূমিকম্পটির উৎপত্তি হয়।

    স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে এটি মাটির ২৮ কিলোমিটার গভীরে আঘাত হানে।

    বার্তাসংস্থা এএফপির প্রতিনিধি রাজধানী কাবুল থেকে জানিয়েছেন, তিনি সেখানে ভূকম্পন টের পেয়েছেন।

    স্থানীয় কর্তৃপক্ষ সাহায্যের জন্য সাধারণ মানুষের জন্য জরুরি সেবার ফোন নাম্বার প্রকাশ করেছিল। তবে নতুন এ ভূমিকম্পে কেউ হতাহত হয়েছেন কি না সেটি এখনো নিশ্চিত নয়।

    মাত্র দুই মাস আগে শক্তিশালী ভূমিকম্পে আফগানিস্তানের পূর্বাঞ্চলে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়।

    বিজ্ঞাপন

    এএফপির প্রতিনিধি জানিয়েছেন, মাজার-ই-শরীফের বাসিন্দারা মাঝরাতে তাদের বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় চলে আসেন। ভূমিকম্পের প্রভাবে বাড়ি ধসে পড়তে পারে এমন আশঙ্কায় ছিলেন তারা।

    ২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে। এরপর ভূমিকম্পসহ বেশ কয়েকটি বড় প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতে হয়েছে তাদের। এরমধ্যে ২০২৩ সালে হেরাত অঞ্চলে আঘাত হানা ভূমিকম্পে দেড় হাজার মানুষ নিহত ও ৬৩ হাজার ঘরবাড়ি ধ্বংস হয়ে গিয়েছিল।

    অপরদিকে এ বছরের ৩১ আগস্ট ৬ মাত্রার একটি অগভীর ভূমিকম্পে ২ হাজার ২০০ মানুষের মৃত্যু হয়। যা আফগানিস্তানের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প ছিল।

    আফগানিস্তানে প্রায়ই ভূমিকম্প সংঘটিত হয়। বিশেষ করে হিন্দুক কুষের পাহাড়ি এলাকায়। সেখানে ইউরেশিয়ান এবং ভারতীয় টেকটোনিক প্লেট মিলিত হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    9:21 PM ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ 9:15 PM জামায়াত আমিরের প্রতিদ্বন্দ্বী হচ্ছেন বিএনপির মিল্টন 8:04 PM বিএনপির হেভিওয়েট প্রার্থীরা কে কোথায় লড়বেন 6:57 PM বিমানবন্দরে ধরা পরলো ভুয়া কাস্টমস অফিসার 6:27 PM যে আসন থেকে লড়বেন তারেক রহমান 6:16 PM বগুড়া, দিনাজপুর ও ফেনী থেকে নির্বাচন করবেন খালেদা জিয়া 5:59 PM ২৩৭ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা 5:49 PM যুক্তরাষ্ট্র থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ৬০ হাজার ৮০২ টন গম 5:42 PM পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়ে আপিল 5:32 PM কিডনি ভালো রাখে এই ৩ প্রাকৃতিক পানীয়