
প্রতিনিধি 2 November 2025 , 6:38:33 প্রিন্ট সংস্করণ

সোশ্যাল মিডিয়ায় প্রোপাগাণ্ডা ও মিথ্যা প্রচারের মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টির প্রক্রিয়া চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি-মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

এর আগে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক যৌথসভা অনুষ্ঠিত হয়। ওই সভায় তিনি বলেন, ৭ই নভেম্বর আমাদের কাছে এবং গোটা জাতির কাছে একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে মানুষ অনিশ্চয়তা ও হতাশার মধ্যে রয়েছেন।
মির্জা ফখরুল বলেন, জনগণ বারবার ভাবছে, ‘কি হবে, কি হতে পারে?’ এই অবস্থার মধ্যে বাংলাদেশের শক্ররা মাথাচাড়া দিয়ে উঠছে’। যতই সময় যাচ্ছে, ততই পুরোপুরি নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে। দুর্ভাগ্যক্রমে, সোশ্যাল মিডিয়ায় প্রোপাগাণ্ডা ও মিথ্যা প্রচারের মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টির প্রক্রিয়া চলছে’।