• খেলা

    একই দিনে গোল করলেন রোনালদো ও তার ছেলে

      প্রতিনিধি 2 November 2025 , 4:31:09 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাবার পথ ধরেই ফুটবলকে ধ্যান-জ্ঞান বানাতে চান ক্রিশ্চিয়ানিনহো বা রোনালদো জুনিয়র। ইতোমধ্যে পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দলের হয়ে অভিষেকের পর দ্বিতীয় ম্যাচেই সে গোল করেছে। কয়েক ঘণ্টার ব্যবধানে পর্তুগিজ সুপারস্টার রোনালদোও গোল পেলেন আল নাসরের জার্সিতে। দুজনেই নিজেদের ম্যাচে জয় পেয়েছেন।

    তুরস্কের মাটিতে চলছে অনূর্ধ্ব-১৬ দলের ফেডারেশেন্স কাপ। যেখানে পর্তুগালের হয়ে স্বাগতিকদের বিপক্ষে ৯০ মিনিটে বদলি হিসেবে নেমে অভিষেক হয় ১৫ বছর বয়সী রোনালদো জুনিয়রের। সেদিন পর্তুগিজ কিশোররা ২-০ গোলে জিতে। গতকাল (শনিবার) দ্বিতীয় ম্যাচে যথেষ্ট গেম-টাইম পেয়েছে সিআরসেভেনের ছেলে। আর তাতে একটি গোল করে ক্রিশ্চিয়ানিনহো। ম্যাচের ৪২ মিনিটে সতীর্থের বাড়ানো পাস ধরে বক্সে ঢুকে শট নিলে পরাস্ত হয় ওয়েলস গোলরক্ষক।

    বিজ্ঞাপন

    রোনালদো জুনিয়রের গোলে ম্যাচে লিড পায় পর্তুগাল অ-১৬ দল। শেষ পর্যন্ত তারা ম্যাচটি জেতে ৩-০ ব্যবধানে। ক্রমান্বয়ে বিভিন্ন বয়সভিত্তিক দলে অভিষেকের মধ্য দিয়ে বাবার স্বপ্নপূরণের পথে এগিয়ে চলেছে ক্রিশ্চিয়ানিনহো। ছেলের সঙ্গে একত্রে খেলার ইচ্ছা জানিয়ে এর আগে রোনালদো বলেছিলেন, ‘আমি তার সঙ্গে খেলতে পছন্দ করব, তবে এটি এমন কিছু নয় যে, যা পূরণের স্বপ্নে আমি রাত জাগব। স্বপ্ন পূরণের বিষয়টি আমার চেয়ে তার ওপর বেশি নির্ভর করছে। সময় চলমান এবং একদিন আমাকে থামতেই হবে।

    এদিকে, একইদিন সৌদি প্রো লিগের ম্যাচে আল ফায়হাকে ২-১ ব্যবধানে হারিয়েছে রোনালদোর আল নাসর। যেখানে দলের হয়ে দুটি গোলই করেন সিআরসেভেন। যদিও ম্যাচের ১৩ মিনিটে পিছিয়ে পড়েছিল আল নাসর। আল ফায়হার সঙ্গে সমতা টানার পথে ৩৭ মিনিটে রোনালদো কাছ থেকে নেওয়া শটে নিজের প্রথম গোলটি করেন। তবে ম্যাচ ১-১ সমতায় শেষের পথে ছিল। এরপর যোগ করা সময়ের চতুর্দশ মিনিটে সফল স্পট-কিকে নাসরের জয় নিশ্চিত করেন রোনালদো।

    এ নিয়ে পেশাদার ক্যারিয়ারে ৯৫২টি গোল হয়ে গেল সাবেক রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডের। স্বপ্নের ফিগার ১০০০–এর দিকে ভালোভাবেই এগিয়ে চলেছেন তিনি। আল নাসরের হয়ে রোনালদো সবশেষ পাঁচ ম্যাচেই গোল করলে। চলমান প্রো লিগে তার গোল দাঁড়াল ৮–এ। যাতে ভর করে প্রো লিগের পয়েন্ট টেবিলের শীর্ষেও রয়েছে আল নাসর। সাত ম্যাচের সবকটিতে জিতে তাদের পয়েন্ট ২১।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:46 PM ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, ভর্তি ১ হাজার ১৬২ 4:39 PM নতুন প্রশাসক পেল ঢাকা দক্ষিণ সিটি 4:31 PM ৫২ বছরে চিত্রনায়িকা মৌসুমী 4:10 PM প্রাথমিক বিদ্যালয়ের সংগীত ও শরীরচর্চা শিক্ষক পদ বাতিল 4:07 PM বিএনপির ওপর নির্ভর করবে এনসিপির সংসদে যাওয়া 3:52 PM লন্ডন গেলেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ 3:44 PM ৬ নভেম্বর প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দেবে ৯টি দল 3:34 PM মামলা করলেন ঢাবি শিক্ষিকা মোনামি, আসামি যারা 3:25 PM নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মানহানির মামলা, তদন্তে ডিবি 3:21 PM ক্রিকেটারদের হোটেলে রেখে উধাও টুর্নামেন্ট আয়োজকরা