• খেলা

    তিন মাসেই ভেঙে গেল ইয়ামাল-নিকোলের প্রেম

      প্রতিনিধি 2 November 2025 , 11:21:01 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আবারও আলোচনায় বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল। তবে খেলার জন্য নয়, ব্যক্তিগত জীবনের এক অধ্যায়ের পরিসমাপ্তি ঘটিয়ে। কারণ, মাত্র তিন মাসেই আর্জেন্টাইন গায়িকা নিকি নিকোলের সঙ্গে প্রেমের সম্পর্কের ইতি টেনেছেন ইয়ামাল।

    এর আগে, ২৫ বছর বয়সী নিকি নিকোলের জন্মদিন উপলক্ষ্যে ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ছবি দিয়েই তাদের সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন তিনি। সেই ছবিতে দেখা যায়, পার্টিতে ঘনিষ্ঠভাবে সময় কাটাচ্ছেন তারা দুজন। মাত্র তিন মাস আগেই সম্পর্কটি প্রকাশ্যে আসে, যা মুহূর্তেই আলোচনায় আসে ভক্তদের মধ্যে।

    বিজ্ঞাপন

    ‘ডি কোরাজন’ নামের একটি স্প্যানিশ টিভি প্রোগ্রামেও ইয়ামালের বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, এই বিচ্ছেদ সম্পূর্ণ ব্যক্তিগত কারণেই ঘটেছে, এতে কোনো তৃতীয় ব্যক্তির সংশ্লিষ্টতা নেই। অর্থাৎ, কোনো প্রতারণা বা বিশ্বাসঘাতকতার বিষয় নেই, শুধু আলাদা হয়ে গেছেন বলে জানান এই তারকা ফুটবলার। এমন বক্তব্য বা সিদ্ধান্তের মাধ্যমে সাম্প্রতিক সময়ে মিলানে তার সফরকে ঘিরে তৈরি হওয়া আলোচনার অবসান ঘটালেন ইয়ামাল।

    এর আগেও অবশ্য একবার গুঞ্জন উঠেছিল, মাত্র ১৩ দিনেই নাকি নিকি নিকোলের সঙ্গে ইয়ামালের সম্পর্ক ভেঙে গেছে। দক্ষিণ আমেরিকার কয়েকটি সংবাদমাধ্যম তখন জানিয়েছিল, ইয়ামালকে বাদ দিয়ে নিকোল মন দিয়েছে আর্জেন্টাইন ফুটবলার ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকে। যদিও ইয়ামাল তখন বলেছিলেন, এসব বাচ্চাদের ব্যাপার। আমি জানিই না তিনি কে। এমনকি তার মুখও চিনতে পারি না।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    8:35 AM ট্রাম্পের সামরিক হস্তক্ষেপের হুমকির জবাব দিল নাইজেরিয়া 8:29 AM নারী বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত 8:22 AM যুদ্ধবিরতির মধ্যেও গাজায় চলছে ইসরাইলি আগ্রাসন, লেবাননে হামলা জোরদার 8:13 AM আফগানিস্তানে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প 12:11 AM অপশক্তির কাছে আত্মসমর্পণের পথে হাঁটতে হয় কি-না, এমন শঙ্কা তারেক রহমানের 11:24 PM খুলনায় বিএনপি নেতার অফিসে বোমা হামলা ও গুলিবর্ষণ, নিহত ১ 9:53 PM নারী বিশ্বকাপ ফাইনাল: দক্ষিণ আফ্রিকাকে ২৯৯ রানের টার্গেট 9:36 PM বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় ৫০তম ড. মুহাম্মদ ইউনূস 9:15 PM সংসদ নির্বাচনের পর ফেব্রুয়ারিতেই একুশে বইমেলা 8:52 PM সারাদেশে ক্যান্সার রোগের সচেতনতা বৃদ্ধির আহ্বান প্রধান উপদেষ্টার