• আন্তর্জাতিক

    ভয়ংকর পারমাণবিক অস্ত্র আনলেন পুতিন, আতঙ্কে ইউরোপ

      প্রতিনিধি 1 November 2025 , 11:22:00 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দিয়েছেন, দেশটি সফলভাবে নতুন পারমাণবিক শক্তিচালিত সুপার টর্পেডো ‘পসাইডন’-এর পরীক্ষা চালিয়েছে। মস্কোর একটি হাসপাতালে আহত সৈন্যদের দেখতে গিয়ে তিনি এ তথ্য জানান।

    পুতিন বলেন, ‘এর মতো অস্ত্র বিশ্বের আর কোথাও নেই।’ গ্রিক পুরাণের সমুদ্রদেবতার নামে নামকরণ করা এই টর্পেডো সম্পর্কে বিস্তারিত কিছু জানা না গেলেও সামরিক বিশেষজ্ঞরা বলছেন, এটি বিশাল তেজস্ক্রিয় সমুদ্রঢেউ তৈরি করে উপকূলীয় অঞ্চল ধ্বংস করতে সক্ষম।

    ২০১৮ সালে প্রথমবার পসাইডনের কথা প্রকাশ্যে আসে। রুশ গণমাধ্যমের দাবি, এটি ঘণ্টায় ২০০ কিলোমিটার বেগে চলতে পারে এবং এর গতিপথ বদলানো প্রায় অসম্ভব।

    এর আগে গত ২১ অক্টোবর রাশিয়া ‘বুরেভেস্তনিক’ নামের এক নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। দেশটির দাবি, এটি বিশ্বের যেকোনো প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম।

    বিজ্ঞাপন

    তবে বিশ্লেষকরা বলছেন, এসব ঘোষণার পেছনে সামরিকের চেয়ে রাজনৈতিক উদ্দেশ্যই বেশি। রাশিয়া-বিশেষজ্ঞ মার্ক গ্যালিওটি বিবিসিকে বলেন, “এগুলো পৃথিবী ধ্বংসকারী ‘আর্মাগেডন অস্ত্র’, যা কেবল প্রতিশোধে ব্যবহারের জন্যই তৈরি।”

    তিনি আরও বলেন, ইউক্রেন যুদ্ধ স্থবির হয়ে পড়ায় এবং পশ্চিমা নিষেধাজ্ঞায় চাপে পড়ে পুতিন এখন শক্তি প্রদর্শনের মাধ্যমে দৃষ্টি ফেরাতে চাইছেন।

    এদিকে, পুতিনের ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেনাবাহিনীকে পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করার নির্দেশ দিয়েছেন। ক্রেমলিন অবশ্য দাবি করেছে, রাশিয়ার পরীক্ষাগুলো “পারমাণবিক নয়”, বরং ডেলিভারি সিস্টেম যাচাই ছিল।

    ইউরোপজুড়ে পুতিনের এ হুমকিতে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ইউক্রেন যুদ্ধের সাড়ে তিন বছর পর রুশ বাহিনীর বড় কোনো সাফল্য না থাকলেও মস্কো আবারও সামরিক শক্তি দেখানোর পথ বেছে নিয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:29 PM প্রাথমিকের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে রাজধানীতে বিক্ষোভ 6:22 PM বড় পরিবর্তন আসছে আমদানি নীতি আদেশে, খসড়া প্রস্তুত 6:13 PM মুসাব্বির হত্যার নেপথ্যে ব্যবসায়িক দ্বন্দ্ব: ডিবি 5:22 PM ভাঙছে তাহসান-রোজার সংসার, থাকছেন আলাদা! 5:05 PM টি-টোয়েন্টি বিশ্বকাপ: ভারতে না খেলার সিদ্ধান্তে অটল-বিসিবি 4:51 PM সরকার ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট চাইতে পারে, আইনগত বাধা নেই: প্রধান উপদেষ্টা 4:37 PM নেত্রকোনায় ২ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ: আহত ৮ 4:25 PM প্রবাসীদের কাছে ৭ লাখ ২৮ হাজার পোস্টাল ব্যালট পাঠাল ইসি 3:10 PM হলফনামায় প্রদর্শিত হয়নি এমন সম্পদের মালিককে শাসক হিসেবে চাই না 3:08 PM বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন মাহমুদুর রহমান মান্না