সর্বশেষ

৮ দফা দাবিতে মৌলভীবাজারে রেলপথ অবরোধ

  প্রতিনিধি 1 November 2025 , 12:06:47 প্রিন্ট সংস্করণ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

মৌলভীবাজারে সিলেট-কক্সবাজার ও সিলেট-ঢাকা রেলপথে দুটি নতুন ট্রেন চালুসহ আট দফা দাবিতে পূর্ব ঘোষিত রেলপথ অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে বিকেল পাঁচটা পর্যন্ত।

এদিকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল, কুলাউড়া, শমশেরনগর, ভানুগাছ স্টেশনে অবরোধের সমর্থন দাবি আদায় বাস্তবায়ন কমিটির পাশাপাশি সাধারণ মানুষও একাত্মা প্রকাশ করেছেন।

আন্দোলনকারীদের ৮ দফা দাবি –

১) সিলেট-ঢাকা ও সিলেট-কক্সবাজার রেলপথে দুটি নতুন ট্রেন চালু করা ।

২) সিলেট-আখাউড়া সেকশনের রেলপথ সংস্কার করে ডুয়েলগেজে উন্নীত করা ।

৩) সিলেট-আখাউড়া লোকাল ট্রেন চালু করা।

৪) সিলেট অঞ্চলে বন্ধ হয়ে যাওয়া রেলস্টেশনগুলো চালু করা।

বিজ্ঞাপন

৫) কুলাউড়া স্টেশনে টিকিট বরাদ্দ বাড়ানো।

৬) সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর কালনী ও পারাবত এক্সপ্রেসের আজমপুর স্টেশন-পরবর্তী যাত্রাবিরতি বন্ধ করা।

৭) সব ট্রেনে নতুন ইঞ্জিন সংযোজন ।

৮) যাত্রী অনুপাতে অতিরিক্ত বগি যুক্ত করা।

অবরোধ চললেও সকাল সাড়ে আটটার পর সিলেট থেকে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস শ্রীমঙ্গল স্টেশন ছেড়ে চলে গেছে। এখন পর্যন্ত কোথাও কোনো ট্রেন আটকানোর খবর পাওয়া যায়নি।

এদিকে, রাজধানীর মালিবাগ রেলগেটে জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন থামানোর চেষ্টা করেছে ঢাকাস্থ বৃহত্তর সিলেটবাসীরা। তবে ট্রেন থামেনি। সেখান থেকে আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হওয়া কর্মসূচি চলবে। পাশাপাশি প্রয়োজনে রেলভবন ঘেরাওয়ের হুঁশিয়ারিও দেন তারা।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
6:38 PM ‘সোশ্যাল মিডিয়া প্রোপাগাণ্ডায় দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা’ 6:25 PM ২ মাসে নতুন ভোটার যুক্ত হয়েছে ১৩ লাখের বেশি: ইসি সচিব 6:14 PM প্রেমের সম্পর্কে না জড়িয়ে বিয়ে করবো 6:08 PM যোগাযোগ খাতের সমন্বিত উন্নয়নের আহ্বান 5:57 PM ডিমে রয়েছে অনেক পুষ্টিগুণ! 5:29 PM বাড্ডায় বাসা থেকে দম্পতির অর্ধগলিত মরদেহ উদ্ধার 5:27 PM আন্তঃমোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস: লেনদেনের শুরুতেই ধাক্কা 5:14 PM বনবিভাগের পতাকা লাগিয়ে হরিণ শিকারের চেষ্টা 4:38 PM ‘শাপলা কলি’ নিতে প্রস্তুত এনসিপি 4:31 PM একই দিনে গোল করলেন রোনালদো ও তার ছেলে