আন্তর্জাতিক

ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দেবে যুক্তরাষ্ট্র

  প্রতিনিধি 1 November 2025 , 10:38:13 প্রিন্ট সংস্করণ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ইউক্রেনকে দীর্ঘ-পাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র দেওয়ার বিষয়ে নীতিগত সম্মতি দিয়েছে। এখন এই সিদ্ধান্ত কার্যকর হবে কিনা, তা নির্ভর করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর।

শুক্রবার (৩১ অক্টোবর) সিএনএনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, পেন্টাগনের মূল্যায়নে দেখা গেছে, ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দিলে যুক্তরাষ্ট্রের নিজস্ব অস্ত্র মজুতের ওপর কোনো বড় প্রভাব পড়বে না।

টমাহক ক্ষেপণাস্ত্র হলো যুক্তরাষ্ট্রে তৈরি একটি উচ্চ-নির্ভুল অস্ত্র, যা প্রায় ১ হাজার ৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

প্রতিবেদনে বলা হয়, তিনজন মার্কিন ও ইউরোপীয় কর্মকর্তার বরাত দিয়ে জানা গেছে, ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট ট্রাম্প।

বিজ্ঞাপন

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এক বৈঠকে ট্রাম্প বলেছিলেন, আমি চাই না আমাদের দেশের প্রতিরক্ষার জন্য প্রয়োজনীয় অস্ত্র অন্য দেশে দিয়ে দিই।

অন্যদিকে জেলেনস্কি বহুবার বলেছেন, ইউক্রেনের প্রতিরক্ষায় দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র জরুরি। এগুলো যুদ্ধের ন্যায্য সমাপ্তি আনতে সহায়ক হবে।

এদিকে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করে বলেছেন, যদি রুশ ভূখণ্ডে টমাহক ক্ষেপণাস্ত্রের আঘাত লাগে, তবে রাশিয়ার প্রতিক্রিয়া হবে কঠোর ও জোরালো।

পরে সাংবাদিকদের প্রশ্নে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, প্রেসিডেন্ট পুতিনের বক্তব্য যথেষ্ট স্পষ্ট এবং ব্যাখ্যার প্রয়োজন নেই।

ট্রাম্প সম্প্রতি হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে পুতিনের সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিল করেছেন। তিনি বলেন, বর্তমানে উল্লেখযোগ্য কোনো অগ্রগতির সম্ভাবনা নেই। তবে ভবিষ্যতে পুতিনের সঙ্গে বৈঠক হতে পারে।পুনরাবৃত্তি রোধে দরকারি ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
2:47 PM ১০ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির 2:38 PM আবারও জামায়াতের আমির হলেন ডা. শফিকুর রহমান 2:22 PM আল্লাহর পর বিচার নিষ্পত্তির প্রতিনিধি আপনি 2:05 PM ভারত হাসিনাকে আশ্রয় দিয়ে জুলাই গণহত্যাকে সমর্থন দিচ্ছে 1:50 PM যমুনা অভিমুখে লংমার্চের ডাক দিলেন ইবতেদায়ি শিক্ষকরা 1:38 PM জাতীয় নির্বাচনের পর ইজতেমা 1:23 PM বিমানবন্দরে বোমা হামলার হুমকি 12:58 PM সিইসির সঙ্গে এনসিপির বৈঠক বিকালে 12:40 PM ফাইনালে নতুন ইতিহাসের অপেক্ষায় ভারত-দক্ষিণ আফ্রিকা 12:27 PM গণতন্ত্রের স্বার্থে সুষ্ঠু নির্বাচন এই সরকারের মাধ্যমেই হোক