প্রতিনিধি 30 October 2025 , 9:03:31 প্রিন্ট সংস্করণ

‘কোনো রাজনৈতিক দলের চাপে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রতীকের তালিকায় ‘শাপলা কলি’ অন্তর্ভুক্ত করা হয়নি। কমিশনের নিজস্ব বিবেচনায় করা হয়েছে’। এসব কথা বলেছেন-নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক-প্রস্তুতি নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে এই সভায় ৪ নির্বাচন কমিশনার ও ইসি সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় আখতার আহমেদ স্পষ্ট করে বলেছেন, শাপলা ও শাপলা কলি এক নয়, পার্থক্য আছে। শাপলা কলি প্রতীক কারও চাপে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। কমিশন মনে করেছে, তাই যুক্ত করেছে।
এনসিপির (ন্যাশনাল কনভেনশন পার্টি) চাপে শাপলা কলি প্রতীক তালিকায় যুক্ত করা হলো কি না-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইসি সচিব চাপ প্রয়োগের বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন।
সংসদ নির্বাচনের প্রাক-প্রস্তুতি পর্যালোচনা করতে নির্বাচন কমিশন (ইসি) এদিন একটি মতবিনিময় সভার আয়োজন করে। সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিব এবং অধিদপ্তর ও কর্তৃপক্ষের মহাপরিচালক, চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।