জাতীয়

মাদ্রাসা শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ-জলকামান, আহত ২০

  প্রতিনিধি 29 October 2025 , 4:39:13 প্রিন্ট সংস্করণ

ছবি:ক্যাপ্টেন 'স টিভি
ছবি:ক্যাপ্টেন 'স টিভি
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

জাতীয়করণের দাবিতে আন্দোলনরত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।

বুধবার (২৯ অক্টোবর) দুপুর ২টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির ব্যানারে শতশত ইবতেদায়ি শিক্ষক মিছিল শুরু করেন।

জানা গেছে, জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাব থেকে মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে যাত্রা করলে পুলিশি বাধার সম্মুখীন হন ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা। ওই সময় পুলিশের সঙ্গে শিক্ষকদের ধাক্কাধাক্কি ও সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

লালমনিরহাটের হাতিবান্ধা স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষক মো. আব্দুস সালাম আজাদ বলেন, আমরা শান্তিপূর্ণ মিছিল নিয়ে সচিবালয়ে যাচ্ছিলাম, আমাদের দাবি জানাতে। কিন্তু পুলিশ বাধা দিয়েছে।

তিনি বলেন, আমাদের ওপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে এবং চোখে-মুখে জলকামান ব্যবহার করা হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক। কেমন দেশ যেখানে শিক্ষকদের ওপর হামলা করা হয়! এখানে কারো মৃত্যু হলেও আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

জয়পুরহাট থেকে আসা শিক্ষক আব্দুল খালেক বলেন, আমরা ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষাকে জাতীয়করণের দাবিতে আন্দোলন করছি। সরকার চাইলে আমাদের দাবি মেনে দিতে পারবে, কিন্তু তারা আটকে রাখছে। যদিও সরকার আগে ঘোষণা দিয়েছিল, আমাদের দাবি মেনে নেওয়া হবে, তবুও তারা সময় নষ্ট করছে।

ভুখা মিছিলের নেতৃত্ব দেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শামসুল আলম, কমিটির সদস্য সচিব মোহাম্মদ আল আমিন ও বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি কাজী মোখলেছুর রহমান।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
8:44 AM রাতে আংশিক বন্ধ মেট্রোরেল, সকালেই স্বাভাবিক হয়েছে চলাচল 11:51 PM আলোচনায় তিন আন্তর্জাতিক গণমাধ্যমকে দেওয়া শেখ হাসিনার সাক্ষাৎকার 11:34 PM আগারগাঁও–শাহবাগ অংশে মেট্রোরেল চলাচল আবারও বন্ধ 10:04 PM লিটনদের ব্যাটিং ব্যর্থতায় ক্যারিবীয়দের সিরিজ জয় 9:12 PM নির্বাচন বানচালে ভেতর-বাহিরের অপশক্তি কাজ করবে: প্রধান উপদেষ্টা 8:45 PM নির্বাচনকালীন পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা ও নৌবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত 8:10 PM রুপারও নতুন দাম নির্ধারণ: ৪ হাজার ২৪৬ টাকা ভরি 7:42 PM স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ৮৫ জন-নিয়োগে বিজ্ঞপ্তি 7:24 PM অতিরিক্ত-ফি প্রত্যাহারের দাবিতে গাজীপুরে শিক্ষার্থীদের মানববন্ধন 6:35 PM ঢাকায় হচ্ছে না বাংলাদেশ ও আফগানিস্তান প্রীতি ম্যাচ