রাজনীতি

‘কয়েকজন বিপদগামী ছাড়া ছাত্রদলের সবাই নৈতিক চরিত্রের অধিকারী’

  প্রতিনিধি 26 October 2025 , 5:16:06 প্রিন্ট সংস্করণ

জোবায়েদ হোসেনের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন
জোবায়েদ হোসেনের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

কয়েকজন বিপদগামী ছাড়া ছাত্রদলের সবাই নৈতিক চরিত্রের অধিকারী বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

রবিবার (২৬ অক্টোবর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা হাসিবুল ইসলামের অকাল মৃত্যু এবং জোবায়েদ হোসেনের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

সভাপতি রাকিব বলেন, “স্বল্প সময়ের ব্যবধানে ছাত্রদলের তিন নেতা—ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্য, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পারভেজ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জোবায়েদ—হত্যার শিকার হয়েছেন। তারা সবাই ভালো চরিত্রের অধিকারী ছিলেন, কোনো অন্যায়ের সঙ্গে যুক্ত ছিলেন না। তাদের এমন মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “আমরা বলি না যে আমাদের শতভাগ কর্মী সাম্য বা জোবায়েদের মতো। কিছু বিপদগামী আছে, সেটি আমরা স্বীকার করি। কিন্তু অল্প কিছু বিপদগামী ছাড়া ছাত্রদলের সবাই নৈতিক চরিত্রের অধিকারী—যারা সৎভাবে জীবনযাপন করেন, দেশকে ভালোবাসেন এবং দেশনেতা তারেক রহমানের আদর্শকে ধারণ করেন।”

আলোচনা সভায় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির বলেন, “ফ্যাসিস্ট সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদলের ১৪২ জন নেতাকর্মী শহীদ হয়েছেন। জুলাই পরবর্তী সময়েও আমাদের অনেক সহযোদ্ধা প্রাণ দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জোবায়েদকে একই কায়দায় হত্যা করা হয়েছে। কিন্তু প্রশাসনের ভূমিকা ছিল নীরব।”

তিনি আরও বলেন, “জোবায়েদ হত্যার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন যে সাহসী ও মানবিক ভূমিকা রেখেছে, তার জন্য ছাত্রদল কৃতজ্ঞতা প্রকাশ করছে।”

আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রেজাউল করিম, ট্রেজারার অধ্যাপক সাবরিনা শারমিন, রেজিস্ট্রার অধ্যাপক শেখ গিয়াসউদ্দিন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইছ উদ্দীন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল, সদস্য সচিব শামসুল আরেফিনসহ বর্তমান ও সাবেক নেতাকর্মীরা।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
9:03 AM ভেনেজুয়েলার আরও কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, বাড়ছে উত্তেজনা 8:52 AM গাজায় মৃত্যুফাঁদ, ধ্বংসস্তূপে লুকিয়ে হাজার হাজার টন অবিস্ফোরিত বোমা 8:46 AM বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ‘মন্থা’, বাতাসের গতিবেগ ৬০ কিমি 8:42 AM জামায়াতসহ ৮ দলের বিক্ষোভ কর্মসূচি আজ 8:37 AM মধ্যরাতে ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ 12:13 AM হাড্ডাহাড্ডি লড়াইয়ে বার্সাকে হারাল রিয়াল 12:07 AM আফগান সীমান্তে তুমুল সংঘর্ষ, পাকিস্তানি পাঁচ সেনাসহ নিহত ৩০ 9:56 PM মৃত্যুর আগে জীবন থেকে পালাতে চাওয়া কালামের ফেসবুক পোস্ট 8:43 PM নভেম্বরে শেষ হচ্ছে উপদেষ্টা পরিষদের সভা: মাহফুজ আলম 8:23 PM নারী বিশ্বকাপ: বৃষ্টির কারণে বন্ধ বাংলাদেশ-ভারত ম্যাচ