খেলা

৯৫০তম গোলের পর রোনালদোর বার্তা

  প্রতিনিধি 26 October 2025 , 4:43:58 প্রিন্ট সংস্করণ

ফাইল ছবি
ফাইল ছবি
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

ক্রিস্তিয়ানো রোনালদো প্রমাণ করে চলেছেন- বয়স শুধু সংখ্যা। ৪০ বছর বয়সেও গোলমেশিনের ধার আগের মতোই। শনিবার সৌদি প্রো লিগে আল-হাজমের বিপক্ষে আল-নাসরের ২-০ গোলে জয়ের ম্যাচে নিজের ক্যারিয়ারের ৯৫০তম গোল করেছেন পর্তুগিজ মহাতারকা।

রোনালদোর পাশাপাশি স্বদেশী হোয়াও ফেলিক্সও জাল কাঁপান। এই জয়ে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আল-নাসর। তিন পয়েন্টে এগিয়ে টেবিলে দুই নম্বরে থাকা আল–তাওয়াউনের চেয়ে এবং গত মৌসুমের চ্যাম্পিয়ন আল–ইত্তিহাদের চেয়ে এগিয়ে আট পয়েন্টে।

ম্যাচ শেষে প্রতিপক্ষদের জন্য একরকম সতর্কবার্তাও দিয়েছেন রোনালদো। ইনস্টাগ্রামে লিখেছেন, ‘দলের জয়ে সহায়তা করতে পেরে খুশি, আর ৯৫০ গোলের মাইলফলক স্পর্শ করতে পেরে গর্বিত! আরও চাই, ক্ষুধা এখনও কমেনি!

এই বার্তাই যেন প্রতিপক্ষদের জন্য সতর্কবার্তা। ক্লাব ও দেশের জার্সিতে রোনালদো এখনো পুরো উদ্যমে খেলতে চান, থামতে চান না এত সহজে। পুরুষ ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ গোলের মালিক ইতিমধ্যে রোনালদোই। এখন লক্ষ্য আরও বড়- ১০০০ গোলের অবিশ্বাস্য মাইলফলক।

বিজ্ঞাপন

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি জানান, পরিবারের অনুরোধ সত্ত্বেও তিনি এখনই অবসরের কথা ভাবছেন না। রোনালদোর ভাষায়, ‘অনেকে, বিশেষ করে পরিবার, বলে- এবার থামো, সব কিছুই তো অর্জন করেছ। কিন্তু আমি মনে করি এখনো অনেক কিছু দেওয়া বাকি। আমি ক্লাব ও জাতীয় দলে অবদান রাখছি, তাই কেন থামব? হয়তো বেশি বছর নয়, কিন্তু যতদিন খেলব, উপভোগ করে খেলব।’

৭ অক্টোবর পর্তুগাল ফুটবল গ্লোব অ্যাওয়ার্ডসে আজীবন সম্মাননা পাওয়ার পর রোনালদো বলেন, ‘২০ বছর আগে হয়তো বলতাম, আমি পুরো পৃথিবী জিতে নিতে চাই। এখন ভাবনা বদলেছে। বয়স শিখিয়েছে—দিন দিন করে বাঁচতে হয়। আমি প্রতিটি অনুশীলন, প্রতিটি ম্যাচ উপভোগ করতে চাই।’

আগামী মঙ্গলবার কিং কাপ অব চ্যাম্পিয়নসের শেষ ষোলোতে মুখোমুখি হবে আল–নাসর ও আল–ইত্তিহাদ। রোনালদো বনাম তাঁর সাবেক সতীর্থ করিম বেনজেমা। চার দিন পর লিগে আল–ফায়হার বিপক্ষে ম্যাচ, ৫ নভেম্বর এএফসি কাপে ভারতীয় ক্লাব গোয়ার ‍বিপক্ষে খেলবে রোনালদোর দল। ব্যস্ত সূচির শেষে নভেম্বর আন্তর্জাতিক বিরতিতে যাবে আল–নাসর।

জাতীয় দলের হয়েও রোনালদোর মিশন চলছে। ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে ‘এফ’ গ্রুপের শীর্ষে থাকা পর্তুগাল আগামী মাসে আয়ারল্যান্ড ও আর্মেনিয়ার বিপক্ষে খেলবে। হাঙ্গেরির বিপক্ষে সবশেষ ম্যাচে জোড়া গোল করেছিলেন রোনালদো। পর্তুগাল যদি আয়ারল্যান্ডকে হারায় অথবা ড্র করে আর হাঙ্গেরি না জেতে, তবে সরাসরি নিশ্চিত হবে তাদের বিশ্বকাপের টিকিট।

রোনালদো জানেন-ফুটবল জীবনের সূর্যাস্ত কাছে, তবু থামছেন না। তাঁর নিজের ভাষায়, ‘আমি জানি সময় বেশি নেই, কিন্তু যতদিন আছি, ততদিন পুরোটা দিতে চাই।’এমন ক্ষুধার নামই-ক্রিস্তিয়ানো রোনালদো!

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
9:03 AM ভেনেজুয়েলার আরও কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, বাড়ছে উত্তেজনা 8:52 AM গাজায় মৃত্যুফাঁদ, ধ্বংসস্তূপে লুকিয়ে হাজার হাজার টন অবিস্ফোরিত বোমা 8:46 AM বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ‘মন্থা’, বাতাসের গতিবেগ ৬০ কিমি 8:42 AM জামায়াতসহ ৮ দলের বিক্ষোভ কর্মসূচি আজ 8:37 AM মধ্যরাতে ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ 12:13 AM হাড্ডাহাড্ডি লড়াইয়ে বার্সাকে হারাল রিয়াল 12:07 AM আফগান সীমান্তে তুমুল সংঘর্ষ, পাকিস্তানি পাঁচ সেনাসহ নিহত ৩০ 9:56 PM মৃত্যুর আগে জীবন থেকে পালাতে চাওয়া কালামের ফেসবুক পোস্ট 8:43 PM নভেম্বরে শেষ হচ্ছে উপদেষ্টা পরিষদের সভা: মাহফুজ আলম 8:23 PM নারী বিশ্বকাপ: বৃষ্টির কারণে বন্ধ বাংলাদেশ-ভারত ম্যাচ