প্রতিনিধি 25 October 2025 , 7:36:11 প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ ও পাকিস্তানের যৌথ অর্থনৈতিক কমিশনের নবম বৈঠক আগামী ২৭ অক্টোবর থেকে ঢাকায় শুরু হতে যাচ্ছে। তিন দিনব্যাপী এই বৈঠকে দুই দেশ অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ বৃদ্ধি ও বাণিজ্য সম্প্রসারণসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবে।
বৈঠকটি অনুষ্ঠিত হবে রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে। বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, আর পাকিস্তানের পক্ষ থেকে বৈঠকে নেতৃত্ব দেবেন পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক।

অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বৈঠকটি দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদারের নতুন সম্ভাবনা তৈরি করবে। তারা বলছেন, বিশেষ করে বাংলাদেশের রপ্তানি বৃদ্ধি ও পাকিস্তানে শুল্ক কমানোর বিষয়ে জোর দেওয়া উচিত।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, “বাংলাদেশের পাকিস্তানের সঙ্গে অর্থনৈতিক স্বার্থ রয়েছে, তাই সহযোগিতা বাড়ানো সময়ের দাবি।
বৈঠকে ব্যবসা-বাণিজ্য, কৃষি, আর্থিক সেবা ও বিনিয়োগ খাতে সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) সই হওয়ারও সম্ভাবনা রয়েছে।
অর্থনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন পেরিয়ে এ বৈঠক যদি বাস্তব ফলাফল এনে দেয়, তাহলে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতার নতুন অধ্যায় শুরু হতে পারে।